ছবিঘর
বাফটায় ঝলমলে শাড়িতে নজরকাড়া দীপিকা
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৭তম আসরে নজর কাড়লেন। গতকাল (১৮ ফেব্রুয়ারি) লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে দেখা গেছে ৩৮ বছর বয়সী এই তারকার রূপের ঝলক। শাড়িতে তার সৌন্দর্য মন কেড়েছে ভক্তদের।

সোনালি রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজে দীপিকা।

দীপিকার হাসি বরাবরের মতোই মন জয় করেছে ভক্তদের। এ যেন ঘুম কেড়ে নেওয়া সৌন্দর্য!

লালগালিচায় শাড়িতে আলো কেড়েছেন দীপিকা পাড়ুকোন। তার সৌন্দর্যে আটকে গেছে সবার দৃষ্টি!

দীপিকার ঝলমলে শাড়িটি ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি।

সেরা অ-ইংরেজি সিনেমা শাখার বিজয়ীর নাম ঘোষণা করতে বাফটা মঞ্চে আসেন দীপিকা পাড়ুকোন।

‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমার পরিচালক জনাথন গ্লেজার ও প্রযোজক জেমস উইলসনের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা।

বাফটা অ্যাওয়ার্ডসে ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ (২০১৭) সিনেমায় অভিনয়ের সুবাদে দীপিকার ভক্তকূল বেড়েছে।

লালগালিচায় যাওয়ার আগে বাফটা-লুকের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা।

এবারই প্রথম বাফটা অ্যাওয়ার্ডসে অংশ নিলেন দীপিকা।

দীপিকার স্টাইল করেছেন শালিনা নাথানি।

২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের দায়িত্ব পালন করেন দীপিকা পাড়ুকোন। এরপর ভারতের প্রথম অভিনয়শিল্পী হিসেবে তিনি ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছেন। গত বছর অস্কার মঞ্চে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটিকে পরিচয় করিয়ে দিতে দেখা গেছে তাকে। এবার বাফটার মঞ্চে উঠে ভারতের বৈশ্বিক আইকন হিসেবে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

দীপিকাকে সর্বশেষ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় দেখা গেছে।

দীপিকার হাতে এখন আছে নাগ অশ্বিনের ‘কালকি ২৮৯৮ এডি’ (প্রভাস) ও রোহিত শেঠির ‘সিংঘাম অ্যাগেইন’ (অজয় দেবগণ)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস