ওয়ার্ল্ড সিনেমা
বাফটা ২০২৪: ‘ওপেনহাইমার’ পেলো ১৩ মনোনয়ন
বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। গতকাল (১৮ জানুয়ারি) ইংল্যান্ডের লন্ডন থেকে ইউটিউব ও টুইটারে লাইভের মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটাস)। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমায় সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবার।
আগামী ১৮ ফেব্রুয়ারি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথমবারের মতো বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট।
৭৭তম বাফটা অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা
সেরা সিনেমা
অ্যানাটমি অব অ্যা ফল, দ্য হোল্ডওভারস, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, ওপেনহাইমার, পুয়োর থিংস
অসাধারণ ব্রিটিশ সিনেমা
অল অব আস স্ট্রেঞ্জার্স, হাউ টু হ্যাভ সেক্স, নেপোলিয়ন, দ্য ওল্ড ওক, পুয়োর থিংস, রাই লেন, সল্টবার্ন, স্ক্র্যাপার, ওঙ্কা, দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা অভিনেতা
ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন), পল জিয়ামাটি (দ্য হোল্ডওভারস), ব্যারি কিওগ্যান (সল্টবার্ন), কিলিয়ান মারফি (ওপেনহাইমার), তেয়ো ইয়ু (পাস্ট লাইভস)
সেরা অভিনেত্রী
ফ্যান্টাসিয়া বারিনো (দ্য কালার পারপল), সান্ড্রা হুলার (অ্যানাটমি অব অ্যা ফল), ক্যারি মালিগ্যান (মায়েস্ত্রো), ভিভিয়ান অপারাহ (রাই লেন), মার্গো রোবি (বার্বি), এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পার্শ্ব অভিনেতা
রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), জ্যাকব এলোর্ডি (সল্টবার্ন), রায়ান গসলিং (বার্বি), চার্লস মেল্টন (মে ডিসেম্বর), পল মেসকাল (অল অব আস স্ট্রেঞ্জার্স), ডমিনিক সেসা (দ্য হোল্ডওভারস)
সেরা পার্শ্ব অভিনেত্রী
এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পারপল), ক্লেয়ার ফয় (অল অব আস স্ট্রেঞ্জার্স), সান্ড্রা হুলার (দ্য জোন অব ইন্টারেস্ট), রোজামুন্ড পাইক (সল্টবার্ন), ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পরিচালক
অ্যান্ড্রু হেইগ (অল অব আস স্ট্রেঞ্জার্স), জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব অ্যা ফল), আলেকজান্ডার পেইন (দ্য হোল্ডওভারস), ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), জনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)
অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক
ব্লু ব্যাগ লাইফ, ববি ওয়াইন: দ্য পিপল’স প্রেসিডেন্ট, আর্থ মামা, হাউ টু হ্যাভ সেক্স, ইজ দেয়ার অ্যানিবডি আউট দেয়ার?
সেরা অ-ইংরেজি সিনেমা
টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (ইউক্রেন), অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স), পাস্ট লাইভস (যুক্তরাষ্ট্র), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
সেরা প্রামাণ্যচিত্র
টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (ইউক্রেন), আমেরিকান সিম্ফোনি (নেটফ্লিক্স, যুক্তরাষ্ট্র), বিয়ন্ড ইউটোপিয়া (যুক্তরাষ্ট্র), স্টিল: অ্যা মাইকেল জে ফক্স মুভি (অ্যাপল টিভি প্লাস, যুক্তরাষ্ট্র), হোয়াম! (যুক্তরাজ্য)
সেরা অ্যানিমেটেড সিনেমা
দ্য বয় অ্যান্ড দ্য হেরোন (তোহো), চিকেন রান: ডোন অব দ্য নাগেট (নেটফ্লিক্স), এলেমেন্টাল (ডিজনি), স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স (সনি পিকচার্স অ্যানিমেশন)
সেরা মৌলিক চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি), বার্বি (গ্রেটা গারউইগ ও নোয়া বাউমবাক), দ্য হোল্ডওভারস (ডেভিড হেমিংসন), মায়েস্ত্রো (ব্র্যাডলি কুপার ও জশ সিঙ্গার), পাস্ট লাইভস (সেলিন সং)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
অল অব আস স্ট্রেঞ্জার্স, আমেরিকান ফিকশন, ওপেনহাইমার, পুয়োর থিংস, দ্য জোন অব ইন্টারেস্ট
ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট)
ফিবি ডেনেভার, আয়ো এডেবিরি, জ্যাকব এলোর্ডি, মিয়া ম্যাকেনা-ব্রুস, সোফি ওয়াইল্ড
সেরা মৌলিক সুর
রবার্ট রবার্টসন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), লুদবিগ গোরানসন (ওপেনহাইমার), ইয়ার্সকিন ফেনড্রিক্স (পুয়োর থিংস), অ্যান্থনি উইলিস (সল্টবার্ন), ড্যানিয়েল পেম্বারটন (স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স)
সেরা কাস্টিং
অল অব আস স্ট্রেঞ্জার্স, অ্যানাটমি অব অ্যা ফল, দ্য হোল্ডওভারস, হাউ টু হ্যাভ সেক্স, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন
সেরা চিত্রগ্রহণ
কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (রদ্রিগো প্রিয়েতো), মায়েস্ত্রো (ম্যাথু লাইবেশিক), ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা), পুয়োর থিংস (রবি রায়ান), দ্য জোন অব ইন্টারেস্ট (লুকাৎস জাল)
সেরা পোশাক পরিকল্পনা
বার্বি (জ্যাকুলিন ডারেন), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (জ্যাকুলিন ওয়েস্ট), নেপোলিয়ন (ডেভ ক্রসম্যান ও জান্টি ইয়েটস), ওপেনহাইমার (এলেন মিরোয়নিক), পুয়োর থিংস (হলি ওয়াডিংটন)
সেরা সম্পাদনা
অ্যানাটমি অব অ্যা ফল (লঁহো সেনেশাল), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (থেলমা স্কুনমেকার), ওপেনহাইমার (জেনিফার লেম), পুয়োর থিংস (ইয়োর্গোস মাভ্রোপসারিভিস), দ্য জোন অব ইন্টারেস্ট (পল ওয়াটস)
সেরা শিল্প নির্দেশনা
বার্বি (সারাহ গ্রিনউড ও কেটি স্পেন্সার), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (জ্যাক ফিস্ক ও অ্যাডাম উইলিস), ওপেনহাইমার (রুখ ডে জং ও ক্লেয়ার কোফম্যান), পুয়োর থিংস (শোনা হিথ, জেমস প্রাইস ও জুজা মিহালেক), দ্য জোন অব ইন্টারেস্ট (ক্রিস ওডি, ইওয়ান্না মারিয়া কুশ ও কাতাজিনা সিকোরা)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ত্রো, নেপোলিয়ন, ওপেনহাইমার, পুয়োর থিংস
সেরা শব্দ
ফেরারি, মায়েস্ত্রো, মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান, ওপেনহাইমার, দ্য জোন অব ইন্টারেস্ট
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
দ্য ক্রিয়েটর, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম.থ্রি, মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান, নেপোলিয়ন, পুয়োর থিংস
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা
ফেস্টিভ্যাল অব স্ল্যাপস, গোর্কা, জেলিফিশ অ্যান্ড লবস্টার, সাচ অ্যা লাভলি ডে, ইয়েলো
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা
ক্র্যাব ডে, ভিজিবল মেন্ডিং, ওয়াইল্ড সামন
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস