বলিউড
বাবা-মা হতে যাচ্ছেন রণবীর-আলিয়া

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
নতুন মানুষ আসছে কাপুর পরিবারে। প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
সোমবার (২৭ জুন) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সন্তানসম্ভবনা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া। এতে দেখা যাচ্ছে, হাসপাতালে আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিজেদের অনাগত সন্তানকে দেখছেন এই তারকা দম্পতি।

হাসপাতালে আলট্রাসনোগ্রাম দেখছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘শিগগিরই আসছে আমাদের সন্তান।’
এদিকে কাপুর ও ভাট পরিবারে বইছে খুশির হাওয়া। আলিয়ার মা সোনি রাজদান উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমাদের খুশির কোনো অন্ত নেই। একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার চেয়ে খুশির ও আনন্দের খবর আর কী হতে পারে!’

আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
এখন অভিনন্দনে ভাসছেন রণবীর-আলিয়া। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন! দারুণ খবর। নবজাতককে দেখার তর সইছে না।’
এছাড়া এখন পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুর, ফারহান আখতার, সনু সুদ, কৃতি স্যানন ও মালাইকা আরোরা।

আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
পাঁচ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিয়ের বন্ধনে জড়ান রণবীর-আলিয়া। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে জুটি হিসেবে তাদের প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুনা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস