Connect with us

সিনেমা হল

‘বার্বি’র প্রিমিয়ারে ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভুত হলিউড অভিনেতা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রমজান মিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বজুড়ে জনপ্রিয় পুতুল বার্বি অবলম্বনে নির্মিত ‘বার্বি’তে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ মডেল-অভিনেতা রমজান মিয়া। চমকপ্রদ ব্যাপার হলো, বহুল কাঙ্ক্ষিত সিনেমাটির জাঁকজমকপূর্ণ ঢাকা প্রিমিয়ারে অংশ নিতে আসছেন তিনি। আগামীকাল (২০ জুলাই) সন্ধ্যায় ঢাকার মহাখালীতে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে রয়েছে এই আয়োজন। এবারই প্রথম পশ্চিমের কোনও অভিনেতা ঢাকায় নিজের সিনেমার প্রিমিয়ারে হাজির হতে যাচ্ছেন।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, “বাংলাদেশি বংশোদ্ভুত একজন ‘বার্বি’র মতো আলোচিত একটি সিনেমায় অভিনয় করেছেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। ‘বার্বি’র ঢাকা প্রিমিয়ারে সেই অভিনেতা হাজির হবেন।”

‘বার্বি’ পুরুষ পুতুল কেইন চরিত্রে দেখা যাবে রমজান মিয়াকে। নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির প্রিমিয়ারে তোলা কয়েকটি ছবি-ভিডিও শেয়ার করেছেন তিনি।

রমজান মিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

রমজান মিয়ার জন্ম ইংল্যান্ডের লুটন শহরে। ২৯ বছর বয়সী এই তারকার মা-বাবা বাংলাদেশি। রমজানের দাদাবাড়ি সিলেটে। দক্ষিণ সুরমা উপজেলায় তার দাদার প্রতিষ্ঠিত দাখিল মাদ্রাসা আছে। রমজানের বাবা কুদ্দুস মিয়ার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করেন কুদ্দুস মিয়া। বাবার নাটকেই শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন রমজান।

রমজান মিয়া (ছবি: টুইটার)

সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন রমজান মিয়া। লরিয়াল, বস, বুলগারি, ডিওর, লেভি’সসহ বিখ্যাত বেশকিছু ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। হলিউডের ‘গোস্ট স্টোরিস’ (২০১৮), ‘রকেটম্যান’ (২০১৯), ‘আলাদিন’ (২০১৯), ‘এভরিবডিস টকিং অ্যাবাউট জেমি’ (২০২১), ‘এনোলা হোমস টু’ (২০২৩) সিনেমায় দেখা গেছে তাকে।

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

হলিউডের নামজাদা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২১ জুলাই বিশ্বব্যাপী মহাসমারোহে মুক্তি পেতে চলেছে ‘বার্বি’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

গত বছরের এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লুক ও মুক্তির তারিখ প্রকাশের পর থেকে ‘বার্বি’কে ঘিরে তুমুল আলোচনা ও দর্শকদের উন্মাদনা চলছে। এটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। স্বামী অস্কার মনোনীত নোয়া বাউমবাখের সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ৩৯ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা-অভিনেত্রী। এর বাজেট ১৪ কোটি ৫০ লাখ ডলার, ব্যাপ্তি ১ ঘণ্টা ৫৪ মিনিট।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি ও রায়ান গসলিং (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

ট্রেলারে দেখা যায়, বার্বি হঠাৎ বুঝতে পারে নিজের হিল জুতা ফেলে এসেছে পৃথিবীতে। সেই জুতা খুঁজতে সে পৃথিবীতে আসে। সেখানে হলিউড তারকা কেনকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যায় তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেম। ‘বার্বি’তে স্বাভাবিকভাবেই পুতুলের সঙ্গে সামঞ্জস্য রাখতে থাকছে উজ্জ্বল গোলাপি রঙ। সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর অভিনয়, নির্মাণশৈলী, কস্টিউম এবং শিল্প নির্দেশনার প্রশংসায় পঞ্চমুখ সিনেমা বিশ্লেষকরা।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

আমেরিকান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেলের বার্বি ডল চরিত্রে অভিনয় করেছেন মার্গো রবি। ‘সুইসাইড স্কোয়াড’, ‘আই, টনিয়া’ ও ‘ম্যারি কুইন অব স্কটস’ সিনেমায় অভিনয় নৈপুণ্য দেখিয়ে হলিউডে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে এসেছেন তিনি। এবার বার্বি ডল চরিত্রে দেখা যাবে অস্কার মনোনীত ২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অভিনেত্রীকে। তার বিশ্বাস, ‘বিশ্বজুড়ে শিশু-কিশোরদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে সিনেমাটি। ছোটদের প্রিন্সেস থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে কল্পনা করার অনুপ্রেরণা জুগিয়েছে পুতুলটি।’

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

কেইন হিসেবে থাকছেন কানাডিয়ান তারকা রায়ান গসলিং। এছাড়া দেখা যাবে একঝাঁক তারকাকে। বিভিন্ন পেশার ‘বার্বি’ হিসেবে অভিনয় করেছেন ফরাসি-ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি, আমেরিকান অভিনেত্রী ইসা রেই, হারি নেফ, আলেকজান্দ্রা শিপ, কেট ম্যাকিনন, আনা ক্রুজ কেইন, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান, ব্রিটিশ অভিনেত্রী রিতু আরিয়া, স্কটিশ অভিনেত্রী শ্যারন রুনি ও ব্রিটিশ-আলবেনিয়ান সংগীতশিল্পী দুয়া লিপা।

‘বার্বি’র পোস্টারে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

বিভিন্ন কেইন চরিত্রে থাকছেন কানাডিয়ান অভিনেতা সিমু লিউ, আমেরিকান অভিনেতা জন চেনা, স্কট ইভান্স, রুয়ান্ডান-স্কটিশ অভিনেতা এনকুটি গাটোয়া, ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আডির। ‘বার্বি’তে আরও অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা উইল ফেরেল, আমেরিকান অভিনেত্রী আমেরিকা ফেরেরা, রিয়া জো পার্লম্যান, আরিয়ানা গ্রিনব্লাট, ব্রিটিশ অভিনেত্রী এমারেল্ড ফেনেল, অভিনেতা কনোর সুইনডেলস, জেমি ডেমেট্রিউ, কানাডিয়ান অভিনেতা মাইকেল চেরা। ধারাবর্ণনা দিয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ