ওটিটি
বাসের ভেতর সিয়াম-সাফার ‘টিকিট’
মোটা ফ্রেমের চশমা পরা সিয়াম আহমেদের ঠোঁটের ওপর চিকন গোঁফ আর মুখে মেকি হাসি। বাটি ছাঁটের চুল ও গালভর্তি দাড়িতে মনোজ প্রামাণিক দাঁত দেখিয়ে বিরক্তি ফুটিয়ে তুলেছেন। শাড়ি পরে সেজেগুজে থাকা সাফা কবিরের চোখে-মুখে অসন্তোষ। এমন একটি কোলাজ ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয় গত ১৫ জানুয়ারি বিকেলে। ক্যাপশনে লেখা, ‘কী আসছে? কবে আসছে? জানা যাবে খুব তাড়াতাড়ি!’
গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার উন্মোচন করে চরকি। এতে বাসের ভেতর সিয়াম, সাফা ও মনোজের সঙ্গে দেখা গেছে আরো কয়েকটি মুখ। এটি ‘টিকিট’ ওয়েব সিরিজের পোস্টার। এর ক্যাপশনে লেখা, ‘লাগ ভেলকি লাক! টিকিট মিলে যাক!’
View this post on Instagram
মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ওয়েব সিরিজ ‘টিকিট’ পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। শিগগিরই চরকিতে মুক্তি পাবে এটি।
‘টিকিট’ ওয়েব সিরিজে ভিন্ন লুকে দর্শকদের সামনে আসছেন সিয়াম আহমেদ। তার চরিত্রের নাম সালেক। এটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে দুটি চ্যালেঞ্জ দেখেছেন তিনি, ‘সালেক পুরোপুরি অন্যরকম মানুষ, যাকে আলাদাভাবে ভাগ করা যায়। আর দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো, সালেকের মুখাবয়ব অন্যদের চেয়ে আলাদা। নিজের চাপা স্বর ও আত্মবিশ্বাসের ঘাটতির সঙ্গে তার হাবভাবের যোগসাজশ রয়েছে। সালেক চরিত্রটি কতখানি ফুটিয়ে তুলতে পারবো সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি জাহেদ বেশ ইতিবাচক ছিলেন। তিনি আমাকে সাহস দিয়েছেন। তার জন্যই সালেক চরিত্রে কাজ করতে পেরেছি। এজন্য আমাকে ওজন বাড়াতে হয়েছে।’
সিয়াম যোগ করেন, ‘ওয়েব সিরিজটিতে খুব আকর্ষণীয় প্লট আছে। গল্পটি পড়ার সময়ই মনে হয়েছে, সবদিক থেকে এটি ভিন্নধর্মী। ভালো ও খারাপ মানুষের অদ্ভুত মিশ্রণ আছে এতে। শুধু সালেক নয়, এর প্রতিটি চরিত্রই অন্যরকম।’
অভিনেত্রী সাফা কবির বলেন, “ওয়েব সিরিজ ‘টিকিট’ আমার জন্য কয়েকটি কারণে বিশেষ। প্রথমত, আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। এতে কাজ করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে চরিত্রটির আকাশ-পাতাল তফাৎ। সিরিজটির গল্প মূলত ডার্ক কমেডি, থ্রিলার ও বিদ্রুপ মিলিয়ে সাজানো।’
পরিচালক ও সহশিল্পীদের প্রশংসায় ভাসিয়েছেন সাফা, ‘ভিকি জাহেদ ভাইয়ের কাজের ভক্ত আমি। আমরা একসঙ্গে কিছু কাজ করেছি। সহশিল্পী হিসেবে সিয়াম খুবই একনিষ্ঠ একজন অভিনেতা। তার মতো পরিশ্রমী অভিনেতা কম দেখেছি। আর মনোজদা শিক্ষকের মতো। তার কাছ থেকে চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে দারুণ সহযোগিতা পাই। অন্য অভিনয়শিল্পীরা সর্বোচ্চ পরিশ্রম করেছেন।’
মনোজ প্রামাণিককে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সিরিজটিতে। তার কথায়, ‘আমার অভিনীত চরিত্র আর বাস্তবের আমি দুই মেরুর দুই জন। এজন্য আমার খুব মজা লেগেছে। এ চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণের চেষ্টা করেছি। তার চরিত্র এরকমই। তবে সব চরিত্র ফুটিয়ে তোলাই অভিনেতাদের জন্য চ্যালেঞ্জ। সিরিজটিতে টান টান উত্তেজনাময় একটি গল্প পাবেন দর্শকেরা।’
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আমার জন্য একটি অনন্য অভিজ্ঞতা এই ওয়েব সিরিজ। নাজিম উদ্দিন ভাইয়ের গল্পটি শুনেই মনে হয়েছে এটি পর্দায় রূপান্তর করা যাবে। পরবর্তী সময়ে আমার ভাবনা তার সঙ্গে শেয়ার করলে তিনি সহমত হন। গল্পটি খুবই চিত্তাকর্ষক। এতে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের তিন স্তরের সম্মিলন ঘটিয়েছি। স্যাটায়ার আমার খুব পছন্দের ঘরানা। সবসময় দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি। নতুন কনটেন্টে সেটি সবচেয়ে বেশি পাবে আশা করছি।’
অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ভিকি, ‘সিরিজটির বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আগেও কাজ করেছি। তবে সিয়ামের সঙ্গে কাজ করা ছিলো নতুন অভিজ্ঞতা। দর্শকেরা সিয়াম, সাফা ও মনোজকে নতুনভাবে পাবেন এই সিরিজে।’
নতুন ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস