বলিউড
‘পাঠান’ ও ‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘গাদার টু’
বলিউড তারকা সানি দেওলের ‘গাদার টু’ এখন আর শুধু সিনেমার পর্যায়ে নেই। এটি পরিণত হয়েছে উৎসবে! হিন্দি সিনেমার বক্স অফিসে এটি তুমুল গর্জন অব্যাহত রেখে প্রতিদিনই রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির দ্বিতীয় শুক্রবারে ২০ কোটি ৫০ লাখ রুপি টিকিট বিক্রির ফলে এই তালিকায় এক নম্বরে আছে অ্যাকশনধর্মী এই সিনেমা।
‘গাদার টু’ ম্যানিয়া মুক্তির দ্বিতীয় শনিবারেও অব্যাহত ছিলো। গতকাল (১৯ আগস্ট) এর ৩১ কোটি ৭ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে এটি। ‘বাহুবলী টু’ মুক্তির দ্বিতীয় শুক্রবার (৫ মে, ২০১৭) ১৯ কোটি ৭৫ লাখ রুপি এবং মুক্তির দ্বিতীয় শনিবার (৬ মে, ২০১৭) হিন্দি সংস্করণের টিকিট বিক্রি থেকে এসেছিলো ২৬ কোটি ৫ লাখ রুপি। মুক্তির দ্বিতীয় শুক্রবার টিকিট বিক্রির ক্ষেত্রে ‘গাদার টু’র ধারেকাছে নেই সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ (১৪ কোটি রুপি), আমির খানের ‘দঙ্গল’ (১৮ কোটি ৫৯ লাখ রুপি), ‘পিকে’ (১৪ কোটি ৪৮ লাখ রুপি) এবং এসএস রাজামৌলির ‘আরআরআর’ (১৩ কোটি ৫০ লাখ রুপি)।
৮০ কোটি রুপি বাজেটে অনিল শর্মা পরিচালিত ‘গাদার টু’ মুক্তি পায় গত ১১ আগস্ট। শুধু ভারতেই এই সিনেমার টিকিট বিক্রি থেকে ৯ দিনের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩৬ কোটি রুপি। আশা করা হচ্ছে, আজ (২০ আগস্ট) ৩৫০ কোটির খাতায় নাম লেখাতে পারবে এটি। আর আগামী ২২ আগস্টের মধ্যে ৪০০ কোটির অভিজাত ক্লাবে ঢুকে পড়বে ‘গাদার টু’।
বলিউডের ইতিহাসে ‘পাঠান’ কেবল মুক্তির ছয় দিনে ৩০০ কোটির মাইলফলক অতিক্রম করতে পেরেছে। ‘বাহুবলী টু’ ও ‘কে.জি.এফ: চ্যাপ্টার টু’র এজন্য লেগেছিলো ১১ দিন। আমির খানের ‘দঙ্গল’ এই রেকর্ড স্পর্শ করেছে ১৩ দিনে। অর্থাৎ দ্রুততম সময়ে ট্রিপল সেঞ্চুরির তালিকায় দুই নম্বরে আছে ‘গাদার টু’।
শুধু ভারতে ৫১৫ কোটি রুপি ঘরে তুলে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে আছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ধারাবাহিকভাবে ব্যবসা বৃদ্ধি পাওয়ায় ‘গাদার টু’ যেভাবে অপ্রতিরোধ্য হয়ে এগিয়ে যাচ্ছে, তাতে সেই রেকর্ড টপকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আপাতত ৩০০ কোটির মাইলফলককে উদযাপন করছেন সানি দেওল। সোশ্যাল মিডিয়ায় ‘গাদার টু’র পোস্টার হাতে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ৬৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘অনেকে বলে থাকে, ভালোবাসা মাপা যায় না। কিন্তু আমি প্রতিদিনই আপনাদের সবার অফুরান ভালোবাসা অনুভব করছি। ‘গাদার টু’ ও তারা সিং চিরকাল ঋণী হয়ে থাকবে। হিন্দুস্তান জিন্দাবাদ।’
View this post on Instagram
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার: এক প্রেম কথা’য় দেখা গেছে, অমৃতসারের শিখ ট্রাক ড্রাইভার তারা সিং ছেলেকে নিয়ে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে স্ত্রীকে মুক্ত করে আনে। সিনেমাটি যেখানে শেষ হয়েছিলো জি স্টুডিওস প্রযোজিত ‘গাদার টু’র গল্প সেখান থেকে শুরু। এরপর ১৭ বছর পরের ১৯৭১ সালের প্রেক্ষাপট দেখানো হয়েছে। এবার ছেলে জিতেকে উদ্ধারের জন্য পাকিস্তানে পা রাখে তারা সিং।
২২ বছর আগে ‘গাদার: এক প্রেম কথা’ বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়েছিলো। এর সিক্যুয়েল বলেই ‘গাদার টু’ নিয়ে এতো উন্মাদনা। আগের পর্বে তারা সিং ও সাকিনা চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আবার তাদের রসায়ন দর্শক মাতিয়েছে।
তারা-সাকিনার ছেলে চরণজিৎ সিং ওরফে জিতের ভূমিকায় ছিলেন পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। দ্বিতীয় পর্বে তাকে টগবগে তরুণ হিসেবে দেখা গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের জন্য কম্পিউটারের কারিকুরিতে সাকিনার বাবার চরিত্রের জন্য অমরিশ পুরিকে তৈরি করা হয়েছে। ২০০৫ সালের ১২ জানুয়ারি মারা গেছেন তিনি।
‘গাদার টু’তে আরো অভিনয় করেছেন মনীষ বাধওয়া, সিমরাত কৌর, গৌরক চোপড়া, লুভ সিনহা, রাকেশ বেদি, ডলি বিন্দ্রা, মুশতাক খান, মধুমালতি কাপুর, রোহিত চৌধুরীসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন মিথুন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস