Connect with us

স্টার জোন

বুবলীর নতুন স্বপ্ন ‘বিগ প্রোডাকশন্স’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা শবনম বুবলীর নামের পাশে যুক্ত হলো নতুন পরিচয়। প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘বিগ প্রোডাকশন্স’। ইংরেজি ‘বিগ’ শব্দের তিনটি অক্ষরের পৃথক অর্থ রয়েছে। ‘বি’ হলো বুবলীর নামের অদ্যাক্ষর। ‘আই’ হলো ‘ইনোভেটিভ’ অর্থাৎ অভিনব শব্দের ইংরেজি শব্দের অদ্যাক্ষর। আর ‘জি’ হলো গ্রুপ শব্দের অদ্যাক্ষর।’

গতকাল (২২ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বিগ প্রোডাকশন্স চালুর ঘোষণা দিয়েছেন বুবলী। তিনি জানান, আগামী ঈদুল আজহায় তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে একটি নাটক তৈরি হবে। ২০২৬ সালে সিনেমা প্রযোজনা করবেন তিনি। এছাড়া মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টক শো, সংবাদ ভিত্তিক নানান কিছু তৈরির পরিকল্পনা রয়েছে তার।

ভিডিও বার্তায় বুবলী বলেন, ‘আমার আট-নয় বছরের ফিল্ম ক্যারিয়ার ও তার আগে সংবাদ উপস্থাপনাসহ অল্প অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছি। সেগুলোকে পুঁজি করে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু কাজ করতে চাই।’

শবনম বুবলী (ছবি: রাকেশ রাকিব)

বিগ প্রোডাকশন্সের লক্ষ্যের কথা জানিয়ে বুবলী বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রতিষ্ঠিতদের সঙ্গে তো অবশ্যই কাজ করতে চাইবো, পাশাপাশি আমাদের মূল লক্ষ্য হলো নবীনদের সুযোগ দেওয়া। তবে গুণগত মানের ব্যাপারে কখনও আপস করতে চাই না।’

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

একযুগ ধরে মিডিয়ায় যুক্ত আছেন বুবলী। সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু, এরপর বড় পর্দার নায়িকা হয়ে সবাইকে চমকে দেন তিনি। ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘বসগিরি’।

শবনম বুবলী (ছবি: রাকেশ রাকিব)

বুবলী বলেন, ‘দর্শক, নির্মাতা, সহশিল্পী, সাংবাদিকসহ সবার সহযোগিতা ও ভালোবাসায় আমি আজকের বুবলী হয়েছি। মানুষের ভালোবাসা ছাড়া আমরা কেউই কিছু না। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।’

এদিকে আসন্ন ঈদুল ফিতরে বুবলীর দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে এম রাহিম পরিচালিত ‘জংলি’তে সিয়াম আহমেদ ও ‘পিনিক’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে তাকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ