টেলিভিশন
বিজয় দিবসে ছোট পর্দার আয়োজন

‘ছবি কথা বলে’ নাটকে সালহা খানম নাদিয়া ও কাজী আসাদ (ছবি: বিটিভি)
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে প্রতিবারের মতো বিশেষ ও মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের বিভিন্ন টিভি চ্যানেল। এরমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য চ্যানেলের পর্দায় দেখা যাবে সিনেমা, নাটক, সংগীতানুষ্ঠান, আবৃত্তি প্রভৃতি।
ছবি কথা বলে
বিটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ছবি কথা বলে’। কাজী আসাদের রচনায় এটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয়ে সালহা খানম নাদিয়া, সাব্বির আহমেদ, একে আজাদ সেতু, কাজী আসাদ, মোমেনা চৌধুরী, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমানসহ অনেকে।
গল্পে দেখা যাবে, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করেন। তার ঘরে মুক্তিযুদ্ধের ছবির পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ছবি আছে। এরমধ্যে একটি ছবিতে শর্টগানের একটি বুলেট বাঁধানো আর একটি বুলেটের জায়গা ফাঁকা। শহর থেকে গ্রামে বেড়াতে আসা নতুন প্রজন্মের কয়েকজন ছেলেমেয়ে ছবিটি দেখে এর কারণ জানতে চায়।
স্মরণে বরণে বিজয় দিবস
চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘স্মরণে বরণে বিজয় দিবস’। আজ সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। শান্তির প্রতীক পায়রা ও আকাশে উড়বে রঙিন বেলুন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হবে। সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়, লীনু বিল্লাহ, শফী মন্ডলসহ একঝাঁক তরুণ শিল্পী। এছাড়া থাকবে আবৃত্তি।

‘শেষ প্রহর’ নাটকে শাশ্বত দত্ত ও আইশা খান (ছবি: মাছরাঙা টেলিভিশন)
শেষ প্রহর
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘শেষ প্রহর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াত প্রমুখ। এর গল্পে দেখা যাবে, বাবা মারা যাওয়ার পর পৈতৃক সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে কানাডা থেকে দেশে এসেছে আনুশকা। সে বাবার বন্ধু হায়াত সাহেবের বাসায় উঠেছে। আনুশকার জমি বিক্রির কথা শুনে তিনি একটু দুঃখ পান। কারণ সেই জমিতে গ্রামীণ মেয়েরা হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও হাঁস-মুরগির খামার গড়ে তুলেছে। জমিটা বিক্রি করে দিলে মেয়েরা বিপদে পড়বে। কিন্তু আনুশকা জমি বিক্রি করবেই। এদিকে হায়াত সাহেব নিজের জমি বিক্রিতে অস্বীকার করায় তাকে স্থানীয় একজন নেতা লোকজন নিয়ে বাসায় এসে হেনস্তা করে। এত কিছুর পরও হায়াত সাহেব কেনো জমি বিক্রি করছেন না জানতে চায় আনুশকা।
মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা
দীপ্ত টিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ (অভিনয়ে পরীমণি, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা), দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ (অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, অর্পণা ঘোষ)।
বৈশাখী টিভিতে সকাল ১০টায় থাকছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ (অভিনয়ে সোহেল রানা, সুচরিতা), দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে নারায়ন ঘোষ মিতার পরিচালনায় ‘আলোর মিছিল’ (অভিনয়ে ববিতা, রাজ্জাক, ফারুক, রোজী সামাদ, খলিল)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস