Connect with us

টেলিভিশন

বিদেশি গল্প থেকে ‘বাঘবন্দি খেলা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বাঘবন্দি খেলা
‘বাঘবন্দি খেলা’ নাটকে সাদিকা স্বর্ণা ও তার সহশিল্পী (ছবি: বিটিভি)

বিশ্বের স্বনামধন্য সাহিত্যিকদের জনপ্রিয় গল্প-উপন্যাস অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উপভোগ করা যাবে ‘বিশ্বনাটক পর্ব’। এর অংশ হিসেবে প্রতি মাসে থাকছে একটি করে নাটক।

মে মাসের প্রচার হবে ‘বাঘবন্দি খেলা’। নোবেল জয়ী সাহিত্যিক ডরিস লেসিং রচিত ‘প্লে উইথ অ্যা টাইগার’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, মরু ভাস্কর, রিয়াদ রায়হানসহ অনেকে।

বাঘবন্দি খেলা

‘বাঘবন্দি খেলা’ নাটকের দৃশ্য (ছবি: বিটিভি)

প্রযোজক ঈমাম হোসাইন জানান, নাটকটিতে তুলে ধরা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা হতাশাগ্রস্ত মধ্যবিত্ত সমাজের নারীদের প্রেম-বিচ্ছেদ, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার চিত্র।

বাঘবন্দি খেলা

‘বাঘবন্দি খেলা’ নাটকে সাদিকা স্বর্ণা ও তার সহশিল্পী (ছবি: বিটিভি)

‘বাঘবন্দি খেলা’ প্রচার হবে আগামীকাল (১৩ মে) রাত ৯টায়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ