Connect with us

টেলিভিশন

বিয়েতে ফারিণ কার টিকলি পরেছেন, কাবিন হয়েছে কোন হোটেলে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

সাড়ে আট বছর প্রেমের পর অভিনেত্রী তাসনিয়া ফারিণের ঘর বাঁধার খবর এখন ব্যাপক আলোচিত। বিশেষ করে তার সাজগোজ, শাড়ি ও অলঙ্কার নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে। কনের সাজে এই তারকার ছবিগুলো রীতিমতো ভাইরাল। সবার আগ্রহের কথা ভেবেই হয়তো শেখ রেজওয়ানের সঙ্গে বিয়ের পুরো আয়োজনে নেপথ্যের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।

গতকাল (১৭ আগস্ট) ফেসবুক পোস্টের শুরুতে বিয়ের পোশাক নিয়ে কিছু তথ্য দিয়েছেন তাসনিয়া ফারিণ। তিনি লিখেছেন, “সবকিছুর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের হাতে মাত্র দুই সপ্তাহ সময় ছিলো। আমরা প্রথমেই যে সিদ্ধান্তে পৌঁছেছিলাম তা হলো আমি জামদানি শাড়ি পরবো। নব ঢাকা থেকে শাড়ি নেওয়ার পরামর্শ দেওয়ায় তাজনুভা জেবিনকে ধন্যবাদ। এতো অল্প সময়ে ওড়না তৈরির জন্য চিশতী আপুকে ধন্যবাদ। শাড়িটির প্রথম দেখার দিন থেকেই এটি ভালো লেগেছে। জুরহেম’কে বরের জামাসহ একটি সম্পূর্ণ স্যুট তৈরির জন্য আমরা একসপ্তাহেরও কম সময় দেওয়ায় দুঃখিত। তবে তারা দারুণ পোশাক বানিয়েছেন।”

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বিয়েতে তাসনিয়া ফারিণের পরা টিকলি কিনতে হয়নি। তিনি ফেসবুকে উল্লেখ করেন, “আমার দাদি শাশুড়ির একটি সুন্দর টিকলি পরেছিলাম, প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনটাই হয়েছে। আমার অন্যান্য গহনা আমিশি’র কাছ থেকে কেনা হয়েছে।”

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

এরপর তাসনিয়া ফারিণ জানান, ঠান্ডা লেগে যাওয়ায় বিয়ের দিন ভীষণ অসুস্থ ছিলেন তিনি। তবে হাসিমুখেই সব সামলেছেন। তার কথায়, ‘জাহিদ খান ব্রাইডাল মেকওভারকে বলে দেইনি কেমন সাজগোজ চাই। তারা জানতেন, ঠান্ডায় ভীষণ অসুস্থ থাকা সত্ত্বেও আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনে ঠিক কেমন সাজগোজ আমার জন্য উপযুক্ত হবে।’

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

তাসনিয়া ফারিণ ও শেখ রেজওয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে। গোপনীয়তা রক্ষা ও ঘরোয়া পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। হালকা সাদা রঙের দৃশ্যপটে বর-কনের জন্য চমৎকার মঞ্চ সাজিয়েছে এসকে ইভেন্টজ। অনুষ্ঠানে সৌজন্য কেক পাঠিয়েছে প্রেজি। এটি খেতে সুস্বাদু ছিলো বলে জানান ফারিণ। তার চোখে, ‘বিয়ের সব মুহূর্ত দারুণভাবে ক্যামেরাবন্দি করেছে রেমিনিসেন্স ফটোগ্রাফি। সব মিলিয়ে শুটিংয়ের ফাঁকে এতোসব সামলাতে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। কিন্তু সবকিছু সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। সবার কাছে আমি কৃতজ্ঞ।”

স্বামীর সঙ্গে তোলা ছবিটি গতকাল (১৪ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিয়ে করার কথা জানান তাসনিয়া ফারিণ। ফেসবুকে এতে লাইক পড়েছে ৪ লাখের বেশি। আর কমেন্ট এসেছে ৬২ হাজার। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই পোস্টে লাইকের সংখ্যা দেড় লাখের বেশি।

গত ১১ আগস্ট দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। এর মধ্য দিয়ে পূর্ণতা পায় তাদের কৈশোরের প্রেম। কলেজে পড়ার সময় তারা সম্পর্কে জড়ান।

বিয়ের আয়োজনে তড়িঘড়ি করা হয়েছে কারণ শেখ রেজওয়ান রাফিন বিদেশে কর্মরত আছেন। স্বামী আবার দেশে এলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিয়ে উদযাপন করতে চান তাসনিয়া ফারিণ।

শেখ রেজওয়ান বিদেশে কর্মরত আছেন। এজন্য বিয়ের আয়োজনে তড়িঘড়ি করা হয়েছে। স্বামী আবার দেশে এলে ঘনিষ্ঠ বন্ধু ও শোবিজের সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করতে চান তাসনিয়া ফারিণ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ