টেলিভিশন
বিয়েতে ফারিণ কার টিকলি পরেছেন, কাবিন হয়েছে কোন হোটেলে
সাড়ে আট বছর প্রেমের পর অভিনেত্রী তাসনিয়া ফারিণের ঘর বাঁধার খবর এখন ব্যাপক আলোচিত। বিশেষ করে তার সাজগোজ, শাড়ি ও অলঙ্কার নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে। কনের সাজে এই তারকার ছবিগুলো রীতিমতো ভাইরাল। সবার আগ্রহের কথা ভেবেই হয়তো শেখ রেজওয়ানের সঙ্গে বিয়ের পুরো আয়োজনে নেপথ্যের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।
গতকাল (১৭ আগস্ট) ফেসবুক পোস্টের শুরুতে বিয়ের পোশাক নিয়ে কিছু তথ্য দিয়েছেন তাসনিয়া ফারিণ। তিনি লিখেছেন, “সবকিছুর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের হাতে মাত্র দুই সপ্তাহ সময় ছিলো। আমরা প্রথমেই যে সিদ্ধান্তে পৌঁছেছিলাম তা হলো আমি জামদানি শাড়ি পরবো। নব ঢাকা থেকে শাড়ি নেওয়ার পরামর্শ দেওয়ায় তাজনুভা জেবিনকে ধন্যবাদ। এতো অল্প সময়ে ওড়না তৈরির জন্য চিশতী আপুকে ধন্যবাদ। শাড়িটির প্রথম দেখার দিন থেকেই এটি ভালো লেগেছে। জুরহেম’কে বরের জামাসহ একটি সম্পূর্ণ স্যুট তৈরির জন্য আমরা একসপ্তাহেরও কম সময় দেওয়ায় দুঃখিত। তবে তারা দারুণ পোশাক বানিয়েছেন।”
বিয়েতে তাসনিয়া ফারিণের পরা টিকলি কিনতে হয়নি। তিনি ফেসবুকে উল্লেখ করেন, “আমার দাদি শাশুড়ির একটি সুন্দর টিকলি পরেছিলাম, প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনটাই হয়েছে। আমার অন্যান্য গহনা আমিশি’র কাছ থেকে কেনা হয়েছে।”
এরপর তাসনিয়া ফারিণ জানান, ঠান্ডা লেগে যাওয়ায় বিয়ের দিন ভীষণ অসুস্থ ছিলেন তিনি। তবে হাসিমুখেই সব সামলেছেন। তার কথায়, ‘জাহিদ খান ব্রাইডাল মেকওভারকে বলে দেইনি কেমন সাজগোজ চাই। তারা জানতেন, ঠান্ডায় ভীষণ অসুস্থ থাকা সত্ত্বেও আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনে ঠিক কেমন সাজগোজ আমার জন্য উপযুক্ত হবে।’
তাসনিয়া ফারিণ ও শেখ রেজওয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে। গোপনীয়তা রক্ষা ও ঘরোয়া পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। হালকা সাদা রঙের দৃশ্যপটে বর-কনের জন্য চমৎকার মঞ্চ সাজিয়েছে এসকে ইভেন্টজ। অনুষ্ঠানে সৌজন্য কেক পাঠিয়েছে প্রেজি। এটি খেতে সুস্বাদু ছিলো বলে জানান ফারিণ। তার চোখে, ‘বিয়ের সব মুহূর্ত দারুণভাবে ক্যামেরাবন্দি করেছে রেমিনিসেন্স ফটোগ্রাফি। সব মিলিয়ে শুটিংয়ের ফাঁকে এতোসব সামলাতে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। কিন্তু সবকিছু সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। সবার কাছে আমি কৃতজ্ঞ।”
গত ১১ আগস্ট দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। এর মধ্য দিয়ে পূর্ণতা পায় তাদের কৈশোরের প্রেম। কলেজে পড়ার সময় তারা সম্পর্কে জড়ান।
শেখ রেজওয়ান বিদেশে কর্মরত আছেন। এজন্য বিয়ের আয়োজনে তড়িঘড়ি করা হয়েছে। স্বামী আবার দেশে এলে ঘনিষ্ঠ বন্ধু ও শোবিজের সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করতে চান তাসনিয়া ফারিণ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস