বলিউড
বিয়ের তিন মাস পর প্রায় ৩ কোটিতে নায়িকার নতুন মার্সিডিজ

কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি রুপালি পর্দায় দারুণ অভিনয়ে দর্শকদের মন জয় করে চলেছেন। এবার নিজের মুকুটে আরেকটি পালক যুক্ত করেছেন তিনি।

কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)
৩০ বছর বয়সী এই তারকা সম্পূর্ণ নতুন বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন। এটি কালো রঙের মার্সিডিজ মেবাক। এর দাম ২ কোটি ৭০ লাখ রুপির বেশি।

কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)
গতকাল শেষ বিকেলে চকচকে বিলাসবহুল নতুন গাড়ি থেকে বেরিয়ে ডাবিং স্টুডিওতে যেতে দেখা গেছে কিয়ারাকে। তখন কিছুক্ষণ হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় তাকিয়েছেন তিনি। বরাবরের মতোই তার সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে।

কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)
কয়েকদিন আগে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জাপান ভ্রমন শেষে ভারতে ফিরেছেন কিয়ারা। কয়েক মাস প্রেমের পর গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বলিউডের এই দুই তারকা মালাবদল করে ঘর বেঁধেছেন। বিয়ের তিন মাস পেরোতেই নতুন মার্সিডিজ কিনলেন কিয়ারা। তার নতুন বাহন মুম্বাই শহরে মুখে মুখে ছড়িয়ে পড়েছে। ফলে বলিউডের অন্যতম তারকা হিসেবে তার মর্যাদা আরও মজবুত হয়েছে।

কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’র শুটিং শেষ হয়েছে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে নিজের ফলোয়ারদের জন্য এই সিনেমার টিজার শেয়ার করেন তিনি। এতে তার বিপরীতে আছেন নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ান। এর আগে ব্যবসাসফল ‘ভুল ভুলাইয়া টু’তে জুটি বাঁধেন তারা।

কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)
কিয়ারার হাতে আরো আছে তেলুগু সিনেমা ‘গেম চেঞ্জার’। এস. শঙ্করের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাম চরণ। এর বাজেট ১৭০ কোটি রুপি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস