টালিউড
বিয়ে করছেন দর্শনা বণিক ও সৌরভ দাস, সন্দীপ্তার বিয়ে তার আগেই
এক সপ্তাহের ব্যবধানে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার দুই নায়িকা। আগামী ১৫ ডিসেম্বর সাত পাঁকে বাঁধা পড়বেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। তাদের এক সপ্তাহ আগে ৭ ডিসেম্বর ছাদনাতলায় যাবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
গত বছর মুক্তিপ্রাপ্ত সৌমজিৎ আদাকের ‘অল্প হলেও সত্যি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে দর্শনা ও সৌরভের বন্ধুত্ব হয়। তারপর স্টার জলসার ‘গোলেমালে গোল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে তাদের সখ্য গড়ে ওঠে।
দর্শনা ও সৌরভের প্রেমের গুঞ্জন কয়েক মাস ধরে হাওয়ায় ভাসছিলো। তবে দু’জনে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি। পূর্ব কলকাতার একটি বিলাসবহুল হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে বেশি প্রশংসা কুড়িয়েছেন সৌরভ দাস। ৩৪ বছর বয়সী এই তারকা এখন ওয়েব সিরিজজের ব্যস্ত অভিনেতা। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক। যৌথ প্রযোজনায় ‘প্রেম আমার ২’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
সৌরভ দাস এর আগে অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে পাঁচ বছর প্রেম করেছেন। বাংলাদেশের তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করেছেন অনিন্দিতা।
অন্যদিকে দর্শনা বণিক ভারতের বাংলা সিনেমার পাশাপাশি বলিউডে ও দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। গত বছর বাংলাদেশে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এর প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। বাংলাদেশে এটাই তার প্রথম সিনেমা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন ২৯ বছর বয়সী এই তারকা। এটি মুক্তির অপেক্ষায় আছে। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এগুলো হলো ‘মেঘের ডানা’ ও ‘তোর নামের ইচ্ছেরা’।
এদিকে পশ্চিমবঙ্গের একটি ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধবেন সন্দীপ্তা সেন। দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক। অবশেষে চার হাত এক হতে যাচ্ছে।
আগামী ২ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সন্দীপ্তা ও সৌম্যর আংটিবদল অনুষ্ঠান হবে। ৭ ডিসেম্বর বিয়ের দিন সকালে রীতি মেনে তাদের গায়ে হলুদ পর্ব থাকবে। বিয়েতে ছিমছাম সেজে গোলাপি রঙের বেনারসি পরবেন সন্দীপ্তা। বিয়ের মেন্যুতে থাকছে দু’জনের পছন্দের খাবার।
জীবনের নতুন অধ্যায় শুরুর আগে গত ২৭ নভেম্বর প্রকাশ্যে এসেছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ় ‘বোধন ২’-এর ট্রেলার। গত বছর হইচইয়ে মুক্তি পায় ‘বোধন’। এতে রাকা সেন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০০৮ সালে স্টার জলসার ‘দুর্গা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় সন্দীপ্তা সেনের অভিষেক। এরপর বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। ২০১৯ সালে হইচইয়ের ‘আস্তে লেডিস’ তার প্রথম ওয়েব সিরিজ। ২০২১ সালে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান তিনি। চলতি বছর জয়দিপ মুখার্জির ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস