Connect with us

শুভেচ্ছা

বিয়ের তিন দিন পর সুখবর দিলেন তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ ও শেখ রেজওয়ান রাফিন (ছবি: ফেসবুক)

বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বরের নাম শেখ রেজওয়ান রাফিন। আজ (১৪ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দিয়েছেন নায়িকা নিজেই। সেই সঙ্গে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই ফারিণ জানিয়েছেন, সাড়ে আট বছরের বন্ধুত্ব ও প্রেমের পর গত ১১ আগস্ট শেখ রেজওয়ান রাফিনকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিসরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শুধু বর-কনের ঘনিষ্ঠজনেরা ছিলেন।

কলেজে পড়ার সময় শেখ রেজওয়ান রাফিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তাসনিয়া ফারিণ। তখনো তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি। সেই থেকে তার জীবন দ্রুত বদলে যেতে থাকে!

জীবনের সুখী অধ্যায় ভক্তদের সঙ্গে শেয়ার করতে স্বামীকে চিঠি লিখেছেন ফারিণ, ‘যদিও অনেকদিন পেরিয়ে গেছে, এখনো তোমার জন্য আমার হৃদয় শিহরিত হয়। আমি তোমার মাঝে শান্তি খুঁজে পাই। আমরা বাইরের কোলাহলমুক্ত আপন ভুবন সাজিয়েছি। তুমি আমার কাছে ছায়ার মতো। আমি যে অঙ্গনে কাজ করি সেখানে তোমার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমাকে সবসময় অনুপ্রাণিত করেছো এবং সমর্থন দিয়েছো। আমরা সবসময় একে অপরকে অগ্রাধিকার দিয়েছি এবং শুধু আমাদের দৃষ্টিভঙ্গি ও স্বপ্নগুলোকে বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেছি। সময়ের পরিক্রমায় আমাদের জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমনই এগিয়েছি আমরা। এজন্যই আমাদের সম্পর্ক বেশিরভাগ সময় নিভৃতে ছিলো। সত্যি বলতে এটি বেশ ভালোই লেগেছে। অবশেষে আমাদের কিশোর প্রেমের সফল সমাপ্তি হলো। তোমাকে স্বামী হিসেবে পাওয়া এখনো আমার কাছে অবাস্তব লাগে। নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে হচ্ছে। শেখ রেজওয়ান, আমাকে বিয়ে করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার বাকি জীবন আগলে রাখবো।’

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)

ফেসবুক স্ট্যাটাসের শেষ ভাগে ফারিণ উল্লেখ করেন, বিয়ের আয়োজনে তড়িঘড়ি করা হয়েছে কারণ শেখ রেজওয়ান রাফিন বিদেশে কর্মরত আছেন। স্বামী আবার দেশে এলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিয়ে উদযাপন করতে চান এই তারকা। সবশেষে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ