বিশ্বসংগীত
বিশ্বকাপের উদ্বোধনীতে গাইবেন না দুয়া লিপা

দুয়া লিপা (ছবি: টুইটার)
কাতারে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার খবর অস্বীকার করেছেন ব্রিটিশ পপতারকা দুয়া লিপা। একইসঙ্গে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
গত ১১ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন দুয়া লিপা। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গাইবো কিনা তা নিয়ে অনেক জল্পনা চলছে। না, আমি থাকবো না। বিশ্বকাপে সংগীত পরিবেশনার ব্যাপারে কখনো কোনো আলোচনা করিনি। দূর থেকেই ইংল্যান্ডের জন্য গলা ফাটাবো। বিশ্বকাপের আয়োজক হওয়ার সময় দেওয়া সমস্ত মানবাধিকারের প্রতিশ্রুতি কাতার পূরণ করলেই কেবল দেশটিতে যাবো।’

দুয়া লিপা (ছবি: টুইটার)
দুর্নীতিসহ সমকামী সম্পর্ককে অবৈধ রাখা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং অভিবাসী কর্মীদের প্রতি নেতিবাচক আচরণের জন্য সমালোচিত হচ্ছে কাতার। দেশটিতে নতুন নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজে নিযুক্ত আফ্রিকা ও এশিয়ার অভিবাসী শ্রমিকদের অবমাননার অভিযোগ রয়েছে। এরমধ্যে রয়েছে জাতীয়তা-ভিত্তিক বৈষম্য, অবৈতনিক মজুরি এবং অনিরাপদ কর্মক্ষেত্রের পরিস্থিতি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়– নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সাড়ে ছয় হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। যদিও কাতার সরকারের দাবি, মারা যাওয়া সবাই বিশ্বকাপকেন্দ্রিক প্রকল্পে যুক্ত ছিলো না।

দুয়া লিপা (ছবি: টুইটার)
আগামী ২০ নভেম্বর কাতারের রাজধানী দোহার আল বায়েত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধন হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জাং কুক এবং রবি উইলিয়ামস। এবারের আয়োজন উপলক্ষে চারটি গান প্রকাশ করেছে ফিফা। এরমধ্যে ‘লাইট দ্য স্কাই’ গানে অংশ নিয়েছেন বলিউড নৃত্যশিল্পী নোরা ফতেহি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস