ওয়ার্ল্ড সিনেমা
বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয়, ভারতে সর্বকালের সেরা দুইয়ে
কে ভেবেছিল কন্নড় একটি সিনেমা দুনিয়া কাঁপাবে! ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সেই গৌরব অর্জন করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে কন্নড় সিনেমার ইতিহাস নতুনভাবে লিখেছে এটি। আকাশচুম্বি সাফল্য পাওয়া সিনেমাটি যেন অপ্রতিরোধ্য! এখন ভারতে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় দুই নম্বরে আছে এটি।
বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। এর মোট আয় ১ হাজার ৫ কোটি রুপি। কন্নড় সিনেমার ইতিহাসে এটি দারুণ একটি অর্জন।
ভারতের মাত্র চারটি সিনেমা হাজার কোটি রুপি আয়ের অভিজাত ক্লাবে আছে। অন্য তিনটি হলো ‘দঙ্গল’ (২ হাজার ২৪ কোটি রুপি), ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (১ হাজার ৮১০ কোটি রুপি) এবং ‘আরআরআর’ (১ হাজার ১১০ কোটি রুপি)। আর ৫ কোটি রুপি আয় করলেই ‘আরআরআর’কে টপকে যাবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৫৫২ কোটি রুপি ঘরে তোলে এটি। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ৫২৬ কোটি রুপি আয় করে এই রেকর্ড গড়েছিলো।
মুক্তির পর ২০ দিনে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ শুধু ভারতেই আয় করেছে ৮৯২ কোটি রুপি। কন্নড় ভাষার কোনো সিনেমার এত বড় সাফল্যের নজির এটাই। তালিকায় সামনে কেবল এসএস রাজামৌলির ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এর আয় ১ হাজার ৩৪৬ কোটি ৯০ লাখ রুপি।
বক্স অফিসে দৌরাত্ম্য অক্ষুণ্ণ রেখে এসএস রাজামৌলির আরেক সিনেমা ‘আরআরআর’ এবং আমির খানের ‘দঙ্গল’কে টপকে গেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ‘আরআরআর’ মুক্তির পর ৪০ দিনে আয় করে ৮৮৭ কোটি রুপি। আর ‘দঙ্গল’ আয় করেছিল ৫১১ কোটি ৩০ লাখ রুপি। তালিকায় এর পরের স্থানগুলোতে আছে যথাক্রমে রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘টু পয়েন্ট জিরো’ (৫০৮ কোটি ৫০ লাখ রুপি), এসএস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (৪৮২ কোটি রুপি), রাজকুমার হিরানি পরিচালিত আমির খানের ‘পিকে’ (৪৫৫ কোটি রুপি), হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৪৪২ কোটি ৭০ লাখ রুপি), সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার জিন্দা হ্যায়’ (৪৩৪ কোটি ৭০ লাখ রুপি) এবং রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ (৪৩৪ কোটি ৫০ লাখ রুপি)।
মুক্তির প্রথম দিনে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র হিন্দি সংস্করণ আয় করে ৫২ কোটি রুপি। এর মাধ্যমে হিন্দি সব সিনেমাকে ছাড়িয়ে গেছে এটি। হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ ৫০ কোটি রুপি আয় করে রেকর্ডটি ধরে রেখেছিল।
মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ১৩৪ কোটি ৫০ লাখ রুপির সুবাদে রেকর্ড গড়ে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। মুক্তির দুই সপ্তাহে শুধু ভারতেই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র আয় দাঁড়ায় ৩৫৩ কোটি রুপি। করোনা মহামারির পর হিন্দি ভাষার কোনো সিনেমার এটাই সবচেয়ে বড় সাফল্য। অগ্রিম টিকিট বিক্রিতে ৬০ কোটি রুপি আয়ের মাধ্যমে রেকর্ড গড়ে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। এর আগে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ৫৮ কোটি রুপি আয় করেছিল।
‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর পর তামিলের বাইরে অন্য ভাষার দ্বিতীয় সিনেমা হিসেবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ তামিলনাড়ুতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। ওড়িশায় প্রথম সিনেমা হিসেবে ১০ কোটি রুপি আয় করেছে এটি। কেরালায় দ্রুত সময়ে ৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।
গত ১৪ এপ্রিল বিশ্বব্যাপী ১০ হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। কন্নড় ভাষার প্রথম সিনেমা হিসেবে এটি এত বড় পরিসরে মুক্তি পেলো। এছাড়া হিন্দি, তেলুগু, তামিল আর মালয়ালাম ভাষায়ও মুক্তি পেয়েছে সিনেমাটি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’-এর মতো এটিও হিন্দিতে পরিবেশন করেছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট এবং অনিল ঠাড়ানির এএ ফিল্মস।
নতুন সিনেমা শহিদ কাপুরের ‘জার্সি’ এবং অজয় দেবগণের ‘রানওয়ে থার্টি ফোর’ মুক্তি পেলেও দর্শকদের প্রথম পছন্দ ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ঈদের ছুটিতেও এটি দেখতে দর্শকদের ভিড় করেছেন সিনেমা হলে।
অনাথ রকিকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। দারিদ্র্যের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে সোনার খনির রাজা হয়ে ওঠে এই তরুণ। হোমবেল ফিল্মসের প্রযোজনা ও প্রশান্ত নীলের পরিচালনায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’তে রকি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ। রকির শত্রু আধিরার ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত। এছাড়াও অভিনয় করেছেন রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস