সিনেমা হল
বিশ্ব মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে ‘ট্রান্সফরমার্স’ সিরিজের নতুন সিনেমা

‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ সিনেমার পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
মানুষের মতো চোখ নিয়ে রোবটে পরিণত হওয়া অদ্ভুত ক্ষমতাধর যন্ত্রমানবরা বড় পর্দায় ফিরলো। তাদের ভেলকি নিয়ে সাজানো ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ মুক্তি পেলো আজ (৯ জুন)। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই এটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
সায়েন্স ফিকশন সিনেমা ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ হলো ‘ট্রান্সফরমার্স’ সিরিজের সপ্তম কিস্তি। এটি হলো ট্র্যাভিস নাইট পরিচালিত ‘বাম্বলবি’র (২০১৮) প্রিক্যুয়েল। এর মাধ্যমে ভক্তদের প্রায় পাঁচ বছরের অপেক্ষার অবসান হলো।
ট্রান্সফরমার্সের অনেক ভক্ত রয়েছে বাংলাদেশে। এসব যন্ত্রমানবরা ছোট-বড় সবার পছন্দের। অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্টস এবং ত্রিমাত্রিক প্রযুক্তির সমন্বয় দেখা গেছে সিরিজের প্রতি পর্বে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। অ্যাকশন ছাড়াও এতে রয়েছে আবেগ-ভালোবাসা। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৭ মিনিট এবং বাজেট ২০ কোটি মার্কিন ডলার।
এবারের পর্বের প্রেক্ষাপট ১৯৯৪ সাল। সাবেক সামরিক ইলেক্ট্রনিক্স বিশেষজ্ঞ নোহ এবং আর্টিফ্যাক্ট গবেষক এলিনাকে নিয়ে গল্প এগিয়েছে। ট্রান্সফরমার রেসের তিন উপ-দল ম্যাক্সিমালস, প্রেডাকন্স এবং টেররকন্সের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। নোহ ও এলিনা ম্যাক্সিমালসের দল অপটিমাস প্রাইম এবং অটোবটকে একটি যুদ্ধে সহায়তা করে। পৃথিবীকে একটি আসন্ন অন্ধকার থেকে রক্ষা করাই ছিলো যুদ্ধের মূল কারণ, যার মূলে রয়েছে ইউনিক্রন।
‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিন এবং দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান হ্যাশব্রোর ট্রান্সফরমার্স খেলনা অবলম্বনে সাজানো হয়েছে এটি।
স্টিভেন ক্যাপল জুনিয়রের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন অ্যান্থনি রামোস ও ডমিনিক ফিশব্যাক। অপটিমাস প্রাইম ও অপটিমাস প্রাইমালের নেপথ্যে আছেন যথাক্রমে পিটার কুলেন ও রন পার্লমান। এছাড়া অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইও, পিটার ডিঙ্কলেজ।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজের প্রথম পাঁচ কিস্তি ‘ট্রান্সফরমার্স’ (২০০৭), ‘ট্রান্সফরমার্স: রিভেঞ্জ অব দ্য ফলেন’ (২০০৯), ‘ট্রান্সফরমার্স: ডার্ক অব দ্য মুন’ (২০১১), ‘ট্রান্সফরমার্স: এজ অব এক্সটিঙ্কশন’ (২০১৪), ‘ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট’ (২০১৭) পরিচালনা করেছেন মাইকেল বে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস