Connect with us

শুভেচ্ছা

‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সবটুকু জুড়ে এক আকাশভরা বাংলাদেশের নাম’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে বিজয়ের সূর্যোদয় হয়। সেই সঙ্গে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। গৌরবের বিজয় দিবস সারাদেশে সাধারণ মানুষের মতো উদযাপন করছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারা বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘এসো আজ মাথা নত করি স্বাধীনতার পায়ে, লক্ষ লক্ষ বঙ্গসন্তানের বলিদান আজ জন্মভূমির টান হয়ে বেজে উঠুক আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর হাজার হাজার বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের সবটুকু জুড়ে এক আকাশভরা বাংলাদেশের নাম… স্বাধীনতার স্পর্শ লাগুক সকলের হৃদয়ে, স্বাধীনভাবে বাঁচার আনন্দ থাকুক বুক ভরে। বিজয় দিবসের অভিবাদন।’

বীর মুক্তিযোদ্ধা বাবার ছবি ও তার লেখা গ্রন্থের ছবি শেয়ার করে অভিনেতা এফএস নাঈম লিখেছেন, ‘আব্বু, তুমিসহ আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা। আব্বু, তুমিই আমার বাংলাদেশ। সালাম হে বীর মুক্তিযোদ্ধা, সালাম।’

পড়শী

পড়শী (ছবি: ফেসবুক)

গায়িকা পড়শী শাড়ি পরা ছবি শেয়ার করে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

নিপুণ আক্তার

নিপুণ আক্তার (ছবি: ফেসবুক)

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তখন তোলা একটি ছবি ফেসবুকের কাভার ফটো করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

সাবরিনা সুলতানা কেয়া

সাবরিনা সুলতানা কেয়া (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা কেয়া নিজের একটি ছবিতে লাল-সবুজ ছায়ায় সাজিয়ে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।’

মেহরাব

আশিকুর রহমান মেহরাব (ছবি: ফেসবুক)

জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে বুকে হাত রেখে তোলা একটি ছবি শেয়ার করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান গায়ক মেহরাব।

শওকত আলি ইমন

শওকত আলি ইমন (ছবি: ফেসবুক)

সংগীত পরিচালক শওকত আলি ইমন বলেন, ‘১৬ ডিসেম্বর তুমি বাঙালিদের অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান। তুমি স্বাধীন বাংলার স্বাক্ষর।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ