ছবিঘর
বুসানের রাস্তায় শাড়িতে কারিশমা
বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসরে শাড়িতে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। শাড়ি পরেই রাস্তায় বেরিয়েছেন তিনি। লালগালিচা আর পুরস্কার মঞ্চেও শাড়িতে দেখা গেছে তাকে। সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

কারিশমা তান্না ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বুসানের রাস্তায়। শুধুই ভালোবাসা।’

কারিশমা তান্নার পরা শাড়িটি ডিজাইন করেছেন ভারতের জেজে ভালায়া।

শাড়ির সঙ্গে জারা ব্র্যান্ডের হিল পরেছেন কারিশমা তান্না। তার অলঙ্কারগুলো রাধিকা আগ্রাওয়াল জুয়েলসের।

কারিশমা তান্নার পোস্টে একজন মন্তব্য করেছেন, ভারতীয় নারীদের শাড়িতেই বেশি মানায়।

কারিশমা তান্নার শাড়ি পরা ছবি দেখে বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর।’

বুসানের ঠান্ডা আবহাওয়ায় শাড়ির ওপর লম্বা কোট পরে নতুন স্টাইল দেখিয়েছেন কারিশমা তান্না।

কারিশমা তান্নার কালো শাড়িটি ডিজাইন করেছেন বলিউড তারকাদের অন্যতম প্রিয় মনীষ মালহোত্রা।

কারিশমা তান্নাকে কালো শাড়িতে দেখে একজন মন্তব্য করেছেন, ‘আপনি নিজেই একটি ট্রফি।’

কারিশমা তান্নার স্বামী বরুণ বাঙ্গেরা লিখেছেন, ‘জমকালো।’ মুম্বাইয়ের এই আবাসন ব্যবসায়ীকে ২০২২ সালে বিয়ে করেন নায়িকা।

বুসান উৎসবে আয়োজিত এশিয়া কনটেন্টস অ্যাওয়ার্ডস অ্যান্ড গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডসে নেটফ্লিক্সের ‘স্কুপ’ সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কারিশমা তান্না।

হানসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে দৃঢ়প্রতিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক জাগ্রুতি পাঠক চরিত্রে অভিনয় করেছেন কারিশমা তান্না। সেরা এশিয়ান টিভি সিরিজের স্বীকৃতি পেয়েছে ‘স্কুপ’।

সেরা অভিনেত্রী হবেন ভাবতেই পারেননি কারিশমা তান্না! তার অভিব্যক্তিতে যেন ফুটে উঠলো সেই অবাক করা ব্যাপার।

টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়ার পর ২০১৪ সালে রিয়েলিটি শো ‘বিগ বস এইট’-এ প্রথম রানার-আপ হন কারিশমা তান্না। ২০২০ সালে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি টেন’-এর বিজয়ী হন তিনি।

২০০৬ সালে ‘দোস্তি: ফ্রেন্ডস ফরেভার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কারিশমা তান্নার। ২০১৩ সালে ‘গ্র্যান্ড মাস্তি’তে দেখা গেছে তাকে। রাজকুমার হিরানির পরিচালনায় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে (২০১৮) পিংকি চরিত্রে অভিনয় করে তিনি। একই বছর এএলটি বালাজির ‘কারলে তু ভি মোহাব্বত’-এর মাধ্যমে ওটিটিতে যুক্ত হয় তার নাম।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস