ওয়ার্ল্ড সিনেমা
বেঙ্গালুরু উৎসবের স্বীকৃতি পেলো মেহজাবীনের ‘সাবা’

‘সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফিউশন পিকচার্স)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে থার্ড বেস্ট এশিয়ান সিনেমা স্বীকৃতি পেয়েছে। ভারতের এই উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হওয়ার পর এই সম্মান পেলো মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’।
গতকাল (৮ মার্চ) রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ ও অ্যাকাউন্টগুলোতে ‘সাবা’য় হিজাব পরা মেহজাবীনের একটি স্থিরচিত্রসহ খবরটি জানানো হয়েছে। এতে দেখা যায়, বাসে আসন ফাঁকা না পেয়ে দাঁড়িয়ে একহাতে হাতল ধরে বাইরে নির্লিপ্তভাবে তাকিয়ে আছেন তিনি।
বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজে জানানো খবরটি আজ ফেসবুকে শেয়ার দিয়ে ‘সাবা’ টিমকে অভিনন্দন জানিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘কী সুন্দর সকাল! বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় ‘সাবা’ তৃতীয় স্থান অধিকার করেছে!”
বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা প্রতিযোগিতা শাখায় প্রথম হয়েছে আফগানিস্তানের রাহা আমিরফজলি ও ইরানের আলি রেজা ঘাসেমি পরিচালিত ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় হয়েছে ইসরায়েলের এরান রিকলিস পরিচালিত ‘রিডিং ললিতা ইন তেহরান’। এতে অভিনয় করেছেন গোলশিফতাহ ফারাহানি।

‘সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফিউশন পিকচার্স)
এদিকে ‘সাবা’র আন্তর্জাতিক পথচলা অব্যাহত রয়েছে। এবার এটি জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে। আগামী ১৭ মার্চ ও ২২ মার্চ উৎসবে এর প্রদর্শনীহবে। পরিচালক মাকসুদ হোসেন এই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই দারুণ সম্মানের জন্য উৎসবটির প্রতি আমরা কৃতজ্ঞ। জাপানে দেখা হবে!’

‘সাবা’ সিনেমার শুটিংয়ে মেহজাবীন চৌধুরী ও মাকসুদ হোসেন (ছবি: ফিউশন পিকচার্স)
২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় ‘সাবা’। গত ৪ অক্টোবর ২৯তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ শাখায় এর এশিয়ান প্রিমিয়ার হয়েছে। এর আগে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ডিসকোভারি প্রোগ্রামে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এছাড়া সৌদি আরবে চতুর্থ রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে ও ইন্দোনেশিয়ার অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে সিনেমাটি। সর্বশেষ গত ২৬ জানুয়ারি সুইডেনের গোটেবর্গ ফিল্ম ফেস্টিভ্যালে ‘সাবা’র ইউরোপিয়ান প্রিমিয়ার হয়েছে।

‘সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী ও রোকেয়া প্রাচী (ছবি: ফিউশন পিকচার্স)
‘সাবা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজক তিনি। ১ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের গল্পটিতে দেখা যায়, ২৫ বছর বয়সী সাবা ঢাকায় মাকে নিয়ে থাকে। তার মা শিরিন একটি দুর্ঘটনার পর শয্যাশায়ী হয়ে পড়েন। সংসারের হাল ধরতে চাকরি করে সাবা। এদিকে শিরিন হার্ট অ্যাটাক করলে তার চিকিৎসার ব্যয় মেটানো সাবার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। মায়ের অস্ত্রোপচারের জন্য টাকা কীভাবে জোগাড় করবে সেসব ভেবে দিশেহারা হয়ে যায় সাবা। বাংলাদেশের সমকালীন সমাজের চিত্র উঠে এসেছে এই সিনেমায়। এতে একা মায়ের প্রতি তার মেয়ের দায়িত্ববোধের সার্বজনীন আবহ রয়েছে। ভালোবাসা, ত্যাগ ও নিজের ভাগ্য গড়ার লড়াইয়ের এক শক্তিশালী প্রতিকৃতি তুলে ধরা হয়েছে গল্পে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস