Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক বাঁধন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজমেরী হক বাঁধন (ছবি: ফেসবুক)

ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিচারকের আসনে থাকবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এশিয়ান সিনেমা প্রতিযোগিতা শাখার বিজয়ী নির্বাচনের দায়িত্ব সামলাবেন ‘রেহানা মরিয়ম নূর’ তারকা।

বেঙ্গালুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ১৫তম আসর শুরু হবে আগামী ২৯ ফেব্রুয়ারি। কর্নাটকের বেঙ্গালুরু শহরের বিধানসৌধ ভবনের সামনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব উদ্বোধন করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

আজমেরী হক বাঁধন (ছবি: ফেসবুক)

রাজাজিনগরের ওরিয়ন মলে পিভিআরের ১‌১টি সিনেমাহলে উৎসবে ১৫টিরও বেশি শাখায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০০টি সিনেমার প্রদর্শনী হবে। উৎসব আয়োজনে ১ কোটি ৬১ লাখ রুপি বরাদ্দ দিয়েছে কর্নাটক রাজ্য সরকার। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলোর নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউচার্স অ্যাসোসিয়েশন (এফআইএপিএফ) অনুমোদিত বেঙ্গালুরু উৎসব। এতে আর্টিস্টিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় সিনেমা সমালোচক এন. বিদ্যাশঙ্কর।

আজমেরী হক বাঁধন (ছবি: ফেসবুক)

এশিয়ান সিনেমা প্রতিযোগিতা শাখায় বাঁধনের পাশাপাশি বিচারক হিসেবে থাকছেন নিনা কোচেলিয়ায়েভা (রাশিয়া), রোসানা আলোনসো (স্পেন), ক্যারি সোনি (যুক্তরাজ্য) ও সিতারাম (ভারত)। ৯টি দেশের মোট ১২টি সিনেমা নির্বাচিত হয়েছে এই শাখায়। সেগুলো থেকে বাছাই করে সেরা কাজ নির্বাচন করবেন বাঁধন ও অন্য বিচারকেরা।

আজমেরী হক বাঁধন (ছবি: ফেসবুক)

এশিয়ান সিনেমা প্রতিযোগিতা ছাড়াও চিত্রভারতী এবং কান্নাডা সিনেমা শাখা আছে এই উৎসবে। এছাড়া ফিপরেসি এবং নেটপ্যাক জুরিরা থাকছেন। এবারের উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। বিধানসৌধের ব্যাংকুয়েট মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন কর্নাটকের গভর্নর থাওয়ারাচাঁদ গেহলোত।

আজমেরী হক বাঁধন (ছবি: ফেসবুক)

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে বেঙ্গালুরুতে উড়াল দেবেন বাঁধন। উৎসব সেরে ফিরবেন ৮ মার্চ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ