Connect with us

গান বাজনা

‘বেদের মেয়ে জোসনা’র গায়ক মুজিব পরদেশী অনেক বছর পর…

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুজিব পরদেশী (ছবি: মাশরুম এন্টারটেইনমেন্ট)

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অঞ্জু ঘোষ অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার ‘আমি বন্দি কারাগারে’ গানটির কথা মনে পড়ে? এটি গেয়েছিলেন মুজিব পরদেশী। লোকগানের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী অনেকদিন পর আলোচনায় এলেন। নিজের কালজয়ী গান ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ ৩৭ বছর পর নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি।

সংগীতশিল্পী পাভেল আরিনের গানের প্রকল্প লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়েছে। তিনিই এর সংগীতায়োজন করেছেন। তার কথায়, ‘মুজিব পরদেশী অত্যন্ত বিনয়ী ও গুণীজন। ২০১৫ থেকে তার সঙ্গে আমার পরিচয়। আমাদের ব্যান্ড চিরকুটের জাহিদ নিরবের মামা তিনি। তাই আমরা তাকে মামা বলে ডাকি। আমার আমন্ত্রণে বিনাবাক্যে তিনি এসে গাইলেন আর সারারাত আড্ডা দিলেন। তার বর্ণাঢ্য জীবনের টুকরো গল্প শুনে অনেক কিছু শিখেছি।’

পাভেল আরীন, মুজিব পরদেশী ও লিভিং রুম সেশনের বাদ্যযন্ত্র শিল্পীরা (ছবি: মাশরুম এন্টারটেইনমেন্ট)

১৯৮৭ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘আমি বন্দি কারাগারে’ অ্যালবামের গান ‘মন তোরে পারলাম না বুঝাইতে’। এর কথা লিখেছেন ও সুর করেছেন হাসান মতিউর রহমান।

‘মন তোরে পারলাম না বুঝাইতে’ বেছে নেওয়া প্রসঙ্গে পাভেল আরীন বলেন, ‘কথা ও সুরের অনবদ্য মেলবন্ধন ঘটেছে এতে। এটি আমার অনেক ভালো লাগে। অনেক আগে থেকেই এই গান নতুন সাউন্ডে সাজানোর পরিকল্পনা ছিলো। এটি নতুন সংগীতায়োজনে তৈরির অনুমতি দেওয়ায় হাসান মতিউর রহমান আঙ্কেলকে কৃতজ্ঞতা জানাই।’

পাভেল আরীন (ছবি: মাশরুম এন্টারটেইনমেন্ট)

লিভিং রুম সেশনের প্রথম মৌসুমে রয়েছে আটটি রিমেক ও একটি মৌলিক গান। দেশীয় সংগীতাঙ্গনের প্রখ্যাত ও নবীন শিল্পীদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মে এর আগে প্রকাশিত গানগুলো গেয়েছেন দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা। এগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণে মারুফ রায়হান। পরিবেশনায় মাশরুম এন্টারটেইনমেন্ট।

মুজিব পরদেশী (ছবি: মাশরুম এন্টারটেইনমেন্ট)

শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও লন্ডনে চলে গিয়েছিলেন মুজিব পরদেশী। এক যুগ বিদেশে থাকার পর দেশে ফিরলেও নতুন গানে খুব একটা পাওয়া যায়নি তাকে। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘কলমে নাই কালি’, ‘আমি বন্দি কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘তোমায় আমি হলেম অচেনা’, ‘আমি কেমন করে পত্র লিখি’, ‘আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘মন তোরে পারলাম না বুঝাইতে’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ