Connect with us

ছবিঘর

বেনারসি শাড়িতে নতুন রূপে জয়া

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান নিজেকে শাড়িতে আরেক রূপে তুলে ধরলেন। তার নিরীক্ষাধর্মী নতুন ফটোশুট প্রশংসা কুড়িয়েছে। এবার ঘাগরার ঢঙে বেনারসি শাড়ি পরেছেন তিনি। খোঁপা করা চুল, কপাল ও গলায় স্বর্ণের অলঙ্কার। আজ (১৭ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রকাশ করেছেন এই তারকা।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ গানের চার লাইন জুড়ে দিয়েছেন জয়া আহসান– ‘প্রভাতে পথিক ডেকে যায়/অবসর পাই নে আমি হায়/বাহিরের খেলায় ডাকে সে, যাব কী করে/খেলাঘর বাঁধতে লেগেছি।’

গাদা ফুল ছড়ানো নদীর ঘাটে আলতা রাঙা পায়ে জয়া আহসান।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার দিয়ে আমেরিকান কথাসাহিত্যিক টি. জে. ক্লুনের ‘সামহোয়্যার বিয়ন্ড দ্য সি’ গ্রন্থ থেকে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন জয়া আহসান– ‘আমার রক্তক্ষরণ হচ্ছে। আমি ব্যথা পাচ্ছি। তুমি আমাকে দেখতে পাও। আর তুমি চেয়েছিলে যদি না দেখতে পেতে। তুমি চেয়েছিলে যদি আমি সমুদ্রের ওপারে অদৃশ্য হয়ে যেতাম।’

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার দিয়ে ‘সামহোয়্যার বিয়ন্ড দ্য সি’ গ্রন্থ থেকে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন জয়া আহসান– তুমি চাও আমি হারিয়ে যাই, কিন্তু হৃদস্পন্দনের মাঝে শুন্য জায়গায় আমার নিশ্বাসে আমাকে খুঁজে পাই।’

জয়া আহসানের এই নতুন ফটোশুটের ক্রিয়েটিভ নির্দেশনা ও স্টাইলিং করেছেন প্রসেনজিৎ দাস ঋষভ। ছবিগুলো তুলেছেন ভারতীয় আলোকচিত্রী রণ জয়।

জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের ‘পুতুলনাচের ইতিকথা’ সম্প্রতি নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন তিনি। কুসুমের স্বামী চিকিৎসক শশী চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ