বলিউড
বেবি বাম্পে সোনমের ফটোশুট

সোনম কাপুর (ছবি: ফেসবুক)
বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ৩৭তম জন্মদিন আজ (৯ জুন)। শিগগিরই প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। সেই আনন্দে বেবি বাম্পে নতুন ফটোশুট করেছেন অনিল কাপুরের এই মেয়ে। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি শেয়ার করেছেন তিনি। এরপরই সেগুলো ভাইরাল হয়ে গেছে।
ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা অফ-হোয়াইট রঙা পোশাক পরে ফটোশুটে অংশ নিয়েছেন অন্তঃসত্ত্বা সোনম। ভক্তদের অনেকে মন্তব্যের ঘরে তাকে দেবীর সঙ্গে তুলনা করেছেন।

সোনম কাপুর (ছবি: ফেসবুক)
২০১৮ সালের ৮ মে ধুমধাম আয়োজনে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সোনম কাপুর। গত মার্চে সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পসহ কয়েকটি ছবি শেয়ার করে মা হতে যাওয়ার সুখবর দেন তিনি।

সোনম কাপুর (ছবি: ফেসবুক)
সম্প্রতি ইতালির টাসক্যানিতে বেবিমুন উদযাপন করে লন্ডনে ফিরেছেন সোনম ও আনন্দ আহুজা দম্পতি। সেখানে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। বেবিমুন হলো হানিমুনের মতোই দম্পতিদের অবকাশ যাপন। হানিমুন হলো বিয়ের পর নবদম্পতি উপভোগ করেন। আর প্রথম সন্তান জন্মের আগে স্বামী-স্ত্রী মিলে কোথাও বেড়াতে যাওয়াটা হলো বেবিমুন।

আনন্দ আহুজা ও সোনম কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
সোনম কাপুরের হাতে এখন আছে ‘ব্লাইন্ড উইচ’ নামের একটি সিনেমা। এতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেটে দুবে। এটি ২০১১ সালে মুক্তি পাওয়া একই নামের কোরিয়ান সিনেমার হিন্দি সংস্করণ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস