ঢালিউড
বেবি বাম্প ছবির বিষয়ে বুবলী: ‘সবকিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে’

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
ফেসবুকে বেবি বাম্পের (গর্ভাবস্থা) ছবি শেয়ার করা প্রসঙ্গে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গতকাল (২৭ সেপ্টেম্বর) রাতে ‘চাদর’ সিনেমার শুটিংয়ের ফাঁকে তিনি বলেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে খুব একটা বলতে চাই কখনোই। সাংবাদিকরা বিভিন্ন সময়ে অনেক কিছু জানতে চেয়েছেন। কিন্তু আমি বরাবরই বলেছি, সিনেমাতেই মনোযোগটা রাখতে চাই। তারপরও সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় দেখে দর্শক ও সাংবাদিকদের আগ্রহ রয়েছে। সবাইকে সম্মানের সঙ্গে হাতজোড় করে বলছি, কয়েকদিনের মধ্যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।’
গতকাল দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বেবি বাম্পের (গর্ভাবস্থা) দুটি সেলফি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘আমার প্রাণের সঙ্গে আমি।’ পাশাপাশি হৃদয় আকৃতির ইমোজি ছয়বার এবং ‘ফিরে দেখা আমেরিকা’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।
বুবলীর স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে, ছবি দুটি আমেরিকায় তোলা। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সেই সময় তার কোলে এসেছে সন্তান।
কিন্তু বুবলী এখনো বিয়ের ঘোষণাই দেননি। এ কারণে সোশ্যাল মিডিয়ায় কটূক্তিও হজম করতে হচ্ছে তাকে।

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
যদিও বিয়ে করেই সন্তানের মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন বুবলী, ‘আমি একজন মুসলিম। সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে। কয়েকদিনের মধ্যে আমি পরিষ্কার করবো। সেই পর্যন্ত প্লিজ কোনো ভুল ব্যাখ্যা দেবেন না। কিছু ব্যাপার তো আছেই। ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। সিনেমার জন্য যখন স্ক্রিপ্ট লেখা হয়, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু একটা স্ক্রিপ্ট থাকে।’

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
বুবলী মনে করেন, দর্শকরা সাংবাদিকদের কাছ থেকে খবর পেলে সেটাই বিশ্বাস করে। তাই তার আহ্বান, ‘সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে খবর লিখবেন না প্লিজ। এটি খুব হৃদয়স্পর্শী ও আবেগঘন একটি বিষয়। সাংবাদিক, সিনেমার কলাকুশলী, দর্শকসহ সবাই আমার আরেকটা পরিবার। বরাবরই বলে এসেছি, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাওয়া সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য।’

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
গুঞ্জন রয়েছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক রয়েছে। গতকাল ছিল শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। শাকিব ও অপু বিশ্বাস নিজেদের ফেসবুক পেজে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন। এমন দিনে বুবলী বেবি বাম্পের ছবি শেয়ার করায় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে চায়ের কাপে আলোচনার ঝড় উঠেছে।
‘চাদর’ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন সাইমন সাদিক। এফডিসির প্রযোজনায় এটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস