Connect with us

ওটিটি

বৈশাখে নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ননসেন্স’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: বঙ্গ)

শহরকেন্দ্রিক কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’। এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন টনি মাইকেল। তিনিই সিরিজের গল্প লিখেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আইশা খান, নাঈমা আলম মাহা, শহিদুল আলম সাচ্চু, দীপক সুমন, নাজিবা বাশার ও মিলি বাশার।

রাকেশ বসুর পরিচালনায় ছয় পর্বের ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে। এর গল্প একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার দুটি পরিবারকে কেন্দ্র করে, যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। একে অপরের থেকে পুরোপুরি আলাদা এই দুই পরিবার ঘটনাক্রমে এক বিন্দুতে এসে মিলে যায়।

‘ননসেন্স’ ওয়েব সিরিজের দৃশ্যে (বাঁ থেকে ঘড়ির কাঁটার মতো) জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, নাঈমা আলম মাহা ও আইশা খান (ছবি: বঙ্গ)

গতকাল (১১ এপ্রিল) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘ননসেন্স’ ওয়েব সিরিজের প্রেস শো অনুষ্ঠিত হয়। সিরিজের ট্রেলারে উল্লেখ রয়েছে– গল্পের পরতে পরতে রয়েছে রাজনীতি, প্রতিশোধ, অন্ধকার ও যৌনতা।

গল্পের শুরু মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। তিনি সবার মন জুগিয়ে চলেন। হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব সেটি জানা যাবে সিরিজে। ঢাকার বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ