ওটিটি
ব্রেইন স্ট্রোক করে হাসপাতালের আইসিইউতে ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ঢাকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
আজ (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ফারুকীর শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিওগ্রাম করাতে। করা হলো। ছোট একটি ব্রেইন স্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
তিশার পোস্টের মন্তব্যের ঘরে ফারুকীর সুস্থতা কামনা করেছেন তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অভিনেতা ইরফান সাজ্জাদ, গায়িকা এলিটা করিম, সোমনূর মনির কোনাল, নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)
গত ১৪ জানুয়ারি একমাত্র কন্যাসন্তান ইলহামের দ্বিতীয় জন্মদিন উদযাপন করেন ফারুকী-তিশা। এরপর ২০ জানুয়ারি তিশার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ফ্রান্সে এশিয়ান সিনেমা নিয়ে শুরু হতে যাওয়া ভেসোল আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বিচারক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে ফারুকীর। তার পাশাপাশি আন্তর্জাতিক জুরি থাকছন ইরানের খ্যাতিমান নির্মাতা মোহসেন মাখমালবাফ, তাইওয়ানের পরিচালক জিরো চো এবং জাপানি অভিনেতা শোগেন।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)
ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করছেন মোস্তফা সরয়ার ফারুকী। এর অংশ হিসেবে গত বছর মুক্তি পায় ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া গল্পকার-চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হয়েছে তিশার।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আরেক সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি মুক্তির অপেক্ষায় আছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসেন প্রেমা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস