সিনেমা হল
ব্ল্যাকে টিকিট কিনে ‘পরাণ’ দেখলেন শরিফুল রাজ
“জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজ আমার সিনেমা ‘পরাণ’ মুক্তির অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখতে হলো”– সোশ্যাল মিডিয়ায় আজ এসব তথ্য জানিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তখন তার সঙ্গে ছিলেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি। ভিডিওতে ব্ল্যাকে তাদের টিকিট কেনার দৃশ্য দেখা গেছে।
গত ঈদুল আজহায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। এখনো সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। পরিচালক রায়হান রাফি সোশ্যাল মিডিয়ায় জানান, মধুমিতায় আজকের সন্ধ্যার শোতে ডিসি হাউসফুল।
গত ২২ আগস্ট রায়হান রাফি ও শরীফুল রাজ সিলেটে গিয়েছিলেন। দুই জনেরই গ্রামের বাড়ি সেখানে। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখেছেন তারা। সিলেটীদের ভালোবাসায় মুগ্ধ হন তারা।
জানা গেছে, আজ থেকে ২৭টি সিনেমা হলে চলছে ‘পরাণ’। এগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী), সনি স্কয়ার (মিরপুর-১) ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (বিজয় স্মরণি) শাখা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), বনানী (ফতুল্লা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট (সিলেট), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), মনিহার (মাধবপুর), সংগীতা (খুলনা), চিত্রালী (খুলনা), রুপকথা (পাবনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গৌরী (শাহজাদপুর), পূরবী (ময়মনসিংহ), তাজ (নওগাঁ), রূপসী (ভোলা), প্রিয়া (গৌরীপুর) এবং মধুমতি (ভৈরব)।
দর্শক চাহিদার জন্য শ্যামলী সিনেমা আবার ‘পরাণ’ দেখাচ্ছে। রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে শিগগিরই এই সিনেমা প্রদর্শনীর বিস্তারিত জানানো হবে।
এদিকে ‘পরাণ’-এর অভাবনীয় সাফল্যের পর আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির নতুন সিনেমা ‘দামাল’। এতেও অভিনয় করেছেন শরিফুল রাজ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মুন্নার ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেলারে তার বাইসাইকেল কিকের দৃশ্য প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন, ‘১৪ দিন চার-পাঁচ ঘণ্টা অনুশীলনের পর বাইসাইকেল কিকটি আয়ত্ত্বে আসে আমার।’
১৯৭১ সালে বাংলাদেশের একটি ফুটবল দল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশে ভারতের বিভিন্ন স্থানে খেলায় অংশ নেয়। দলটি স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত ছিলো। তাদের গল্পে অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস