Connect with us

সিনেমা হল

ভয়ে শিউরে ওঠার সিনেমা ‘দ্য এক্সরসিস্ট’-এর সিক্যুয়েল বাংলাদেশে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’ সিনেমার দৃশ্য (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

সর্বকালের সেরা ভৌতিক ধাঁচের সিনেমার তালিকায় ‘দ্য এক্সরসিস্ট’ থাকবে ওপরের সারিতে। ১৯৭৩ সালে এই সিনেমা দেখে গোটা পৃথিবীর দর্শকেরা ভয়ে শিউরে উঠেছিলো। ১৯৭৪ সালে অস্কারের সেরা ফিল্ম শাখায় প্রথম ভৌতিক সিনেমা হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ে এটি। সেরা রূপান্তরিত চিত্রনাট্য ও সেরা শব্দ শাখা দুটিতে অস্কার জিতেছে উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত ‘দ্য এক্সরসিস্ট’। উইলিয়াম পিটার ব্লাটি নিজের উপন্যাস অবলম্বনে চিত্রনাট্যটি লিখেছেন।

আগামী ডিসেম্বরে ‘দ্য এক্সরসিস্ট’ মুক্তির ৫০ বছর পূর্তি। তার ঠিক আড়াই মাস আগে সিনেমাহলে এলো এর সিক্যুয়েল ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’। ইউনিভার্সেল পিকচার্স গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি দিয়েছে এটি। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আজ (২৭ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে এই সিনেমা।

হলিউডে এর আগে ‘দ্য এক্সরসিস্ট’-এর ট্রিলজি (দ্য এক্সরসিস্ট, এক্সরসিস্ট টু: হেরেটিক ও দ্য এক্সরসিস্ট থ্রি) এবং সেগুলোর প্রিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘এক্সরসিস্ট: দ্য বিগিনিং’ ও ‘ডমিনিয়ন: প্রিক্যুয়েল টু দ্য এক্সরসিস্ট’। এবার তৈরি হলো ষষ্ঠ কিস্তি ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’। এটি পরিচালনা করেছেন ডেভিড গর্ডন গ্রিন। ‘হ্যালোউইন’ ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ তিনটি কিস্তি পরিচালনা করেছেন ৪৮ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা।

সোজা বাংলায় এক্সরসিজম হলো ভূত তাড়ানো ওঝা। পৃথিবীর আদিকাল থেকে বিভিন্ন সভ্যতায় চালু রয়েছে এই আচার। সময় গড়িয়েছে, কিন্তু এক্সরসিজম আজও টিকে আছে। ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’ সিনেমায় দুই কিশোরী অ্যাঞ্জেলা ও ক্যাথরিনের শরীরে বাসা বাঁধে অপশক্তি। জঙ্গলের দিকে হেঁটে দিন তিনেকের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলো তারা। খালি পায়ে প্রায় ৩০ কিলোমিটার হেঁটে ফিরেও আসে মেয়ে দুটি। এরপর ভয়ঙ্কর সব কাণ্ডের কারণে শুরু হয় এক্সরসিজম। অ্যাঞ্জেলা ও ক্যাথরিনকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রেতাবিষ্ট কিশোরী রিগানের মা।

সিনেমাটিতে অ্যাঞ্জেলা চরিত্রে ইথিওপিয়ার লিডিয়া জুয়েট এবং ও ক্যাথরিনের ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া ও’নিল। ৫০ বছর পর রিগান চরিত্রে আবার দেখা যাচ্ছে আমেরিকান অভিনেত্রী লিন্ডা ব্লেয়ারকে। ১৯৭৭ সালে ‘এক্সরসিস্ট টু: হেরেটিক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখন তার বয়স ৬৪ বছর। রিগানের মা ক্রিস ম্যাকনিল চরিত্রে ৫০ বছর পর ফিরেছেন এলেন বার্সটিন। এছাড়া আছেন লেসলি অডোম জুনিয়র, জেনিফার নেটেলস, আন ডাউড প্রমুখ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ