Connect with us

ওটিটি

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে ‘শনিবার বিকেল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্যে জাহিদ হাসান (ছবি: ছবিয়াল)

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডে আটকে থাকায় বাংলাদেশে মুক্তি দেওয়া গেলো না শেষ পর্যন্ত। তবে বিদেশের সিনেমাহলের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গতকাল (২২ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী জানান, আগামী ২৪ নভেম্বর ‘শনিবার বিকেল’ অবশেষে ওটিটিতে আসছে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে বাংলাদেশের বাইরে পৃথিবীর যেকোনো দেশ থেকে দেখা যাবে! এজন্য তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

ফারুকীর স্ট্যাটাসের ঘণ্টাখানেক আগে সোশ্যাল মিডিয়ায় সনি লিভের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে ‘শনিবার বিকেল’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘এক শান্ত বিকেল হয়ে উঠলো দুঃস্বপ্নময়! রেস্টুরেন্টে কী ঘটছে সেই শনিবার বিকেলবেলায়?’

মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’-এর কমেরসান্ত অ্যাওয়ার্ড ও ক্রিটিকস জুরি অ্যাওয়ার্ড জয়ের কথা উল্লেখ করেছে সনি লিভ। এসব অর্জন ছাড়াও ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে নেটপ্যাক অ্যাওয়ার্ড ও হাইস্কুল জুরি অ্যাওয়ার্ড, ফুকুওকা ফিল্ম ফেস্টিভ্যালে কুমামোতো সিটি অ্যাওয়ার্ডসহ বেশকিছু পুরস্কার পেয়েছে সিনেমাটি। এছাড়া মিউনিখ, সিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে এটি।

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্যে ইন্তেখাব দিনার, ইরেশ যাকের ও পরমব্রত চট্টোপাধ্যায় (ছবি: ছবিয়াল)

চলতি বছরের ১০ মার্চ উত্তর আমেরিকায় মুক্তি পায় ‘শনিবার বিকেল’। আমেরিকার ৬০টি এবং কানাডায় ৯টি মিলিয়ে ৬৯টি সিনেমাহলে এটি চলেছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ছবিয়াল)

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ‘শনিবার বিকেল’-এর সূত্র। চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে রাখা হয়েছে বাংলা ও ইংরেজি ভাষার সিনেমাটি। গত ফেব্রুয়ারিতে ফিল্ম সেন্সর আপিল কমিটির সদস্যরা জানান, এটি মুক্তিতে বাধা নেই। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখনো বিষয়টি ঝুলিয়ে রেখেছে।

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)

‘শনিবার বিকেল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যানডেম প্রোডাকশন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক প্রমুখ।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

এদিকে মোস্তফা সরয়ার ফারুকী সোশ্যাল মিডিয়ায় আরেকটি সুখবর দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর চরকিতে আসছে তার পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। পর্দায়ও দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন তারাই। দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে এটি।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র মুক্তি উপলক্ষে গত ২০ নভেম্বর চরকির অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে ফারুকীর সঙ্গে দেখা গেছে গীতিকবি-অভিনয়শিল্পী মারজুক রাসেল, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা নাসির উদ্দিন খান, চিত্রনায়ক জায়েদ খান ও নির্মাতা-অভিনেতা আশুতোষ সুজনকে। শোনা যাচ্ছে, তাদের নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য ‘৮৪০’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করছেন মোস্তফা সরয়ার ফারুকী। ঢাকার বাইরে এর শুটিং চলছে। শুটিংয়ের ফাঁকে ভিডিওটির কাজ করেছেন তারা।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

গতকাল সোশ্যাল মিডিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী বিভ্রান্তি এড়াতে জানান, তার ২০০৭ সালের ধারাবাহিক নাটক ‘৪২০’-এর সিক্যুয়েল নির্মাণের খবর সত্যি নয়। এটি পুরো ভুল খবর। তিনি লিখেছেন, “আমরা ‘৪২০’-এর কোনো সিক্যুয়েল করছি না। প্রকৃত খবর কী সেটি সময় হলে আমরাই জানাবো!”

সিনেমাওয়ালা প্রচ্ছদ