Connect with us

গান বাজনা

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

দুই বাংলার বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন। সংগীতে অবদান রাখায় তাকে এই খেতাবে ভূষিত করা হচ্ছে। দেশের জন্য এমন গৌরব বয়ে আনায় সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী, শুভাকাঙ্ক্ষী, অনুজসহ অনেকের অভিনন্দনে সিক্ত হয়েছেন তিনি।

গতকাল (২৫ জানুয়ারি) ২০২৪ সালের পদ্মবিভূষণ (৫ জন), পদ্মভূষণ (১৭ জন) এবং পদ্মশ্রী (১১০ জন) সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিনোদন অঙ্গন থেকে এবার পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা চিরঞ্জীবি, অভিনেত্রী বৈজয়ন্তীমালা বালি ও নৃত্যশিল্পী পদ্মসুব্রমনিয়াম। পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, গায়িকা ঊষা উত্থুপ, সুরকার-সংগীত পরিচালক প্যারেলাল শর্মা, গায়ক রতন কাহার। আগামী মার্চ কিংবা এপ্রিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে রেজওয়ানা চৌধুরী বন্যাসহ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

১৯৫৪ সালে পদ্ম পুরস্কার চালু করে ভারত সরকার। ১৯৫৫ সালে এর তিনটি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ২০১৭ সালে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকে ভূষিত হন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গভূষণ’সহ বিভিন্ন সম্মাননা এসেছে তার ঘরে।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপরে জন্মগ্রহণ করেন নেওয়া রেজওয়ানা চৌধুরী বন্যা। ছায়ানটে দীক্ষা নেওয়ার পর ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের মতো সংগীতজ্ঞদের সান্নিধ্য পেয়েছেন তিনি। রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে গুণী এই শিল্পী ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসংগীত নিয়ে তার কয়েকটি বই আছে।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সংগীত ঐক্য বাংলাদেশের সভাপতি তিনি। এছাড়া সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বেশ কিছু অ্যালবাম বের করার পাশাপাশি সিনেমায় গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’, ঋতুপর্ণ ঘোষের ‘সব চরিত্র কাল্পনিক’, দেবশ্রী রায় ও ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘হঠাৎ দেখা’ সিনেমায় তার গাওয়া গান আছে। সর্বশেষ ‘যাপিত জীবন’ সিনেমায় পিন্টু ঘোষের সংগীত পরিচালনায় একটি গানে কণ্ঠ দিয়েছেন।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

ব্যক্তিগত জীবনে রেজওয়ানা চৌধুরী বন্যা দুই সন্তানের মা। তার স্বামীর নাম জি এইচ চৌধুরী। তাদের মেয়ে প্রিয়দর্শিনী ও ছেলে অর্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেখাপড়া শেষ করে সেখানেই চাকরি করছেন।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)

পদ্ম পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি

ভারতের পদ্ম পুরস্কার পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। ২০১৩ সালে সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে ভারত সরকার। ২০১৪ সালে সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ পান অধ্যাপক আনিসুজ্জামান। ২০২০ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সাবেক কূটনীতিক মোয়াজ্জেম আলী। ২০২১ সালে পদ্মশ্রী খেতাব পান রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক সনজীদা খাতুন এবং বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।

সিনেমাওয়ালা প্রচ্ছদ