টালিউড
ভারতে চরকির ওয়েব সিরিজে শুভ-সোহিনী
নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর নাম রাখা হয়েছে ‘লহু’। এতে তার বিপরীতে থাকছেন ওপার বাংলার নায়িকা সোহিনী সরকার। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তৈরি হচ্ছে এটি।
‘লহু’ নিয়ে বেশ রোমাঞ্চিত সোহিনী সরকার। নিজেকে চরিত্র অনুযায়ী প্রস্তুত করছেন জানিয়ে তিনি বলেন, ‘সিরিজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী। এর গল্প একেবারেই ভিন্ন। আশা করছি, দুর্দান্ত একটি কাজ হবে। আর কলকাতায় চরকির কার্যক্রম শুরু হওয়ার ফলে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়লো। এজন্য খুব ভালো লাগছে।’
ভারতে চরকির কন্টেন্টে কাজ করা প্রসঙ্গে শুভ বলেন, ‘এটি অবশ্যই অনেক আনন্দের। শুধু আমার জন্য নয়, আমাদের বাংলাদেশের ওটিটি এবং দর্শকদের জন্য উচ্ছ্বাসের ব্যাপার যে, পশ্চিমবঙ্গে চরকির পথচলা শুরু হচ্ছে।’
‘লহু’র জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে শুভ উল্লেখ করেন, ‘পাণ্ডুলিপি পড়েছি। নির্মাতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। চরিত্রের মাত্রা কী রকম ও কেমন, সেসব বোঝার চেষ্টা করছি। শুটিং শুরু হলে কাজটি ভালোভাবে করতে পারবো আশা রাখি।’
রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। এতে আরো অভিনয় করবেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী ও অনুজয় চট্টোপাধ্যায়।
রাহুল মুখার্জি বলেন, ‘পাহাড়ি অঞ্চলে একটি সক্রিয় গোষ্ঠীকে সামলাতে বিশেষ দল পৌঁছে যায়। তারপর কী ঘটে তা নিয়েই গল্প। শুভ ও সোহিনীসহ সবাই মিলে যে কাজ হবে তাতে মনে হচ্ছে, আমাদের দুই বাংলার ভৌগোলিক সীমানা খুলে যাচ্ছে। দুটো দেশের মানুষেরা মিলেমিশে শিল্প দিয়ে দারুণ কিছু করে ফেলবো।’
রাহুল যোগ করেন, ‘চরকির সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। এজন্য দারুণ লাগছে। চরকি একটি চমৎকার প্ল্যাটফর্ম। সাধারণত ভারতেবর্ষে আমরা যেমন কাজ করি চরকি সেসবের বাইরে নতুন কিছু করছে।’
রাহুল মুখার্জি এর আগে ‘কিশমিশ’ (২০২২) ও ‘দিলখুশ’ (২০২৩) সিনেমা দুটি পরিচালনা করেছেন। দুটিতেই চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। ‘লহু’ ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন এই ত্রয়ী।
গত অক্টোবরে ভারতে যাত্রা শুরু করে চরকি। সেই ধারাবাহিকতায় চরকি কনটেন্ট নির্মাণ শুরু করছে। চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি বলেন, ‘আমরা গল্প বলি, গল্প বলতে চাই এবং আমরা গল্প বলবো দুই বাংলা মিলে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘চরকি ভারতে সংবাদ সম্মেলনেই ঘোষণা দিয়েছিলো যে, শিগগিরই সেখানকার স্থানীয় শিল্পী-কলাকুশলীদের নিয়ে কাজ করবে। সেই প্রতিশ্রুতি থেকেই আমরা বেশকিছু প্রকল্প হাতে নিয়েছি। এরমধ্যে রাহুল মুখার্জির ‘লহু’ খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে যাবে। গল্প, পরিচালক, শিল্পীসহ ভালো টিমের সম্মিলনে ভারতে চরকির পথচলা শুরু হচ্ছে। এরকম আরো দারুণ কাজের খবর আসতেই থাকবে।’
চলতি বছর বেশ ভালো যাচ্ছে আরিফিন শুভর। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এরপর ‘নীলচক্র’ নামের একটি সিনেমা হাতে নেওয়ার খবর জানিয়েছেন তিনি। তার কথায়, ‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। সেই সঙ্গে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে; যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। সর্বোপরি আমার দর্শকদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য এতো কিছু, তাদের প্রতিও কৃতজ্ঞতা।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস