Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ভারতে পাকিস্তানি সিনেমাটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ সিনেমায় মাহিরা খান ও ফাওয়াদ খান (ছবি: টুইটার)

পাকিস্তানি ব্লকবাস্টার সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ আগামী ৩০ ডিসেম্বর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। ফলে এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

অথচ সিবিএফসি থেকে ছাড়পত্র পেয়ে ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ মুক্তি দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছিল ভারতীয় পরিবেশনা সংস্থা জি স্টুডিওস। কিন্তু গত ২৬ ডিসেম্বর ভারতের সেন্সর বোর্ড পুনরায় সিনেমাটি দেখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর সেন্সর সনদ প্রত্যাহার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)

ভারতে পাকিস্তানি সিনেমার প্রদর্শনী সাধারণত দেখা যায় না। যদিও পাকিস্তান থেকে পণ্য আমদানি-রফতানিতে দেশটির কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা নেই। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানি শিল্পীরা ভারতীয় বিনোদন অঙ্গনে উপেক্ষিত থেকেছেন।

মাহিরা খান (ছবি: টুইটার)

গত ১৩ অক্টোবর মুক্তির পর ইতিহাস সৃষ্টি করে ‘দ্য লেজেন্ড অব মাওলা জাট’। মাত্র ১০ দিনে ভারত ব্যতিত পাকিস্তানসহ অন্যান্য দেশে এর আয় ছাড়ায় ১০০ কোটি রুপি। পাকিস্তানি কোনো সিনেমার শতকোটির মাইলফলক অতিক্রমের ঘটনা এটাই প্রথম। এর আগে দেশটির সর্বোচ্চ আয় করা সিনেমা ছিলো ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জাওয়ানি ফির না আনি টু’। এর আয় হয় ৭০ কোটি রুপি।

হুমায়রা মালিক (ছবি: টুইটার)

পাঞ্জাবি ভাষায় নির্মিত ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ মূলত রিমেক সিনেমা। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ প্রায় ৫০ কোটি রুপিতে নতুন আঙ্গিকে সাজিয়েছেন পরিচালক বিলাল লাশারি। এটাই পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হামজা আলী আব্বাসি, হুমায়রা মালিকসহ অনেকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ