মঞ্চ-রেডিও
ভারত রঙ্গ মহোৎসবে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’
এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটি নাট্যোৎসবের অন্যতম ‘ভারত রঙ্গ মহোৎসব’। ভারতের রাষ্ট্রীয় নাট্যশিক্ষায়তন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) দিল্লিতে এর আয়োজন করে থাকে। উৎসবটির ২৩তম আসরে মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেলো বাংলাদেশের প্রতিশ্রুতিশীল নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’।
ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে সম্মানজনক আন্তর্জাতিক নাট্যোৎসবটি। দিল্লি এবং আরও ১৩টি শহরে এই আয়োজন চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১টি নাট্যসংগঠন এবং ভারতের ৬১টি নাট্যদলকে চূড়ান্ত করা হয়েছে।
স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, ১০ ফেব্রুয়ারি উড়িষ্যার ভুবনেশ্বরে এবং ১২ ফেব্রুয়ারি দিল্লির এনএসডিতে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’র একটি করে প্রদর্শনী হবে।
২০১৫ সালে ১৭তম ভারত রঙ্গ মহোৎসবে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে প্রশংসিত হয় স্বপ্নদল। ২০২২ সালে ২২তম ভারত রঙ্গ মহোৎসবে মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছিলো ‘চিত্রাঙ্গদা’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে উৎসবে শেষ মুহূর্তে আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণ স্থগিত রাখা হয়। এনএসডি কর্তৃপক্ষ ২৩তম ভারত রঙ্গ মহোৎসবে ‘চিত্রাঙ্গদা’কে আবার আমন্ত্রণ জানালো।
মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনায় দেখা যায়, মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছে। অর্জুনের প্রেমে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করে। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় একবছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়। এরপর চিত্রাঙ্গদার প্রেমে পড়ে অর্জুন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদা অন্তর্দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসে, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?
২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে ‘চিত্রাঙ্গদা’ নির্মাণ করে স্বপ্নদল। ইতোমধ্যে দেশ-বিদেশে এই প্রযোজনার ১০২টি সফল মঞ্চায়ন হয়েছে।
‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন– সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, ঊষা, আলী, বিপুল, নিসর্গ, হাসান, সুকুমার, তুষার, হৃদয়, বিমল, রেহান, অনিন্দ্য, নিশক, সবুজ প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস