গান বাজনা
ভালোবাসা দিবসে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’

কোক স্টুডিও বাংলার লোগো
‘কোক স্টুডিও বাংলা’ ফিরে আসছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এর দ্বিতীয় সিজন। বাংলাদেশের ২০ জনের বেশি বিভিন্ন ধারার শিল্পী একত্র হয়ে শ্রোতাদের ১০টির বেশি হৃদয়ছোঁয়া বৈচিত্র্যময় গান উপহার দেবেন। তাদের মধ্যে থাকছেন প্রতিভাবান উদীয়মান শিল্পীরা।
‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজন দারুণ সাফল্য পায়। আগের আয়োজনে গান গাওয়া কয়েকজন শিল্পীর পাশাপাশি এবার বেশ কয়েকজন নতুন শিল্পী অংশ নিয়েছেন। সংগীত প্রযোজক হিসেবে যথারীতি থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে এবার তার সঙ্গে একই দায়িত্বে যোগ দিচ্ছেন প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী ও শুভ।
কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এবার আমরা নতুনত্ব আনার চেষ্টা করছি। সেজন্য থাকছে নতুন ধরনের গান ও শিল্পীরা। তাদের মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও। সারাবিশ্বের সংগীত নিয়ে কাজ করছি আমরা। তবে আমাদের মূল ভাবনার জায়গা একই থাকছে। আশা করছি, আমরা শ্রোতাদের চমৎকার সব গান উপহার দিতে পারবো।’
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি পাবলিক অ্যাফেয়ারস (কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি হেড) ফারাহ শারমিন আওলাদ জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দ্বিতীয় সিজনের প্রথম গান। এ উপলক্ষে সারাদেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। কোক স্টুডিও বাংলা’র অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘কোক স্টুডিও বাংলার প্রথম সিজন দারুণ সফল ছিলো। ভক্তদের তুমুল সাড়া আমাদের অভিভূত করেছে। দ্বিতীয় সিজনে আরো ভালো ও বড় কিছু করার উৎসাহ পেয়েছি আমরা। দর্শক-শ্রোতারা নতুন সিজনের গানগুলো পছন্দ করবেন বলে আমরা আশাবাদী। গানগুলো তারা শেয়ার করবেন, গানের সঙ্গে গলা মেলাবেন, গানের তালে নাচবেন, এসবই আমাদের চাওয়া।’
বিশ্বের সামনে বাংলা সংগীতকে তুলে ধরার প্রয়াস হিসেবে মানসম্পন্ন কন্টেন্ট উপহার দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয় কোক স্টুডিও বাংলা। প্রথম সিজনে এর ভিউ ১৪ কোটি ৭০ লাখের বেশি হয়েছে। ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯ লাখ ৭৭ হাজারের বেশি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস