বলিউড
‘ভুল ভুলাইয়া থ্রি’র টিজার: কার্তিককে ভয় জাগাতে ফিরছেন বিদ্যা

‘ভুল ভুলাইয়া থ্রি’র পোস্টার (ছবি: টি-সিরিজ)
ভৌতিক কমেডি ধাঁচের ফ্র্যাঞ্চাইজ ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় পর্ব আসছে। এর বহুল প্রত্যাশিত টিজার প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে সোরগোল পড়ে গেছে! দ্বিতীয় কিস্তির মতোই আবার রুহ বাবা চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। এবার আসল মঞ্জুলিকার মুখোমুখি হতে হবে তাকে। প্রথম ‘ভুল ভুলাইয়া’য় মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। ১৭ বছর পর তৃতীয় পর্বে ফিরছেন তিনি।
গতকাল (২৭ সেপ্টেম্বর) ইউটিউবে টি-সিরিজের চ্যানেলে ১ মিনিট ২৭ সেকেন্ডের ‘ভুল ভুলাইয়া থ্রি’র টিজার অবমুক্ত হয়েছে। এতে বিভিন্ন দৃশ্যে রুহ বাবাকে ভয় ধরিয়ে দিয়েছে মঞ্জুলিকা। জনপ্রিয় দুটি চরিত্রের মধ্যে কে কাকে কীভাবে কুপোকাত করেন সেই দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

‘ভুল ভুলাইয়া থ্রি’র দৃশ্যে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান (ছবি: টি-সিরিজ)
এবারের গল্পের পটভূমি কলকাতা। টিজারে শোনা গেছে এই ফ্র্যাঞ্চাইজের জনপ্রিয় দুই গান ‘আমি যে তোমার’ ও ‘হরে কৃষ্ণ হরে রাম’। শুরুতে বিদ্যার নেপথ্য কণ্ঠে শোনা যায় ‘শাকচুন্নি’ শব্দটি। কার্তিক বলেন, ‘কী ভাবছেন, গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলার জন্য।’
‘ভুল ভুলাইয়া থ্রি’তে বিদ্যা ছাড়াও জৌলুস ছড়াবেন মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি। তাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন বিজয় রাজ, মনীষ বাধওয়া, রোজ সারদানা। এছাড়া দ্বিতীয় পর্ব থেকে ফিরছেন সঞ্জয় মিশ্র, রাজেশ শর্মা, অমর উপাধ্যায়, অশ্বিনী কালসেকার। আগের দুই কিস্তিতেই থাকা রাজপাল যাদবকে এবারও পাওয়া যাবে।

‘ভুল ভুলাইয়া থ্রি’র শুটিংয়ে কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি (ছবি: টি-সিরিজ)
২০০৭ সালে মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত ‘ভুল ভুলাইয়া’। এটি ছিলো ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম সিনেমা ‘মনিচিত্রতাজু’র হিন্দি রিমেক। ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া টু’। এতে কার্তিক আরিয়ানের পাশাপাশি অভিনয় করেন টাবু ও কিয়ারা আদভানি।

‘ভুল ভুলাইয়া থ্রি’র পোস্টার (ছবি: টি-সিরিজ)
দ্বিতীয় পর্বের পর এবারের সিনেমাও পরিচালনা করেছেন আনিস বাজমি। দীপাবলি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে এটি। একই দিনে সিনেমাহলে আসছে রোহিত শেঠির ‘সিংঘাম অ্যাগেইন’। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর ও টাইগার শ্রফ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস