Connect with us

গান বাজনা

ভূপিন্দর সিং আর নেই

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মিতালী মুখার্জি ও ভূপিন্দর সিং

মিতালী মুখার্জি ও ভূপিন্দর সিং (ছবি: টুইটার)

গজলশিল্পী ভূপিন্দর সিং আর নেই। ভারতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

ভূপিন্দর সিং অসুস্থ থাকায় দশ দিন ধরে হাসপাতালে ছিলেন। বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

পাঁচ দশকের সংগীত জীবনে বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন ভূপিন্দর সিং। তাঁর প্রয়াণে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকে। মঙ্গলবার (১৯ জুলাই) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪০ সালের ৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের অমৃতসারে জন্মেছিলেন ভূপিন্দর সিং। বাবা প্রফেসর নাতা সিংয়ের কাছে সংগীতে তাঁর হাতেখড়ি। ১৯৬২ সালে বড় সুযোগ পান তিনি। মদন মোহনের সুরে ‘হোকে মজবুর মুঝে’ গানে মান্না দে, মোহাম্মদ রফি ও তালাত মেহমুদের সঙ্গে কণ্ঠ দেওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। তাঁর প্রথম লংপ্লে বের হয় ১৯৬৮ সালে।

মিতালী মুখার্জি ও ভূপিন্দর সিং

মিতালী মুখার্জি ও ভূপিন্দর সিং (ছবি: টুইটার)

ভূপিন্দরের স্ত্রী জনপ্রিয় গায়িকা মিতালী মুখার্জি বাংলাদেশের মেয়ে। তাদের ছেলে নিহাল সিং একজন সংগীতশিল্পী।

মিতালীর সঙ্গে বিয়ের পর চলচ্চিত্রের কাজ কমিয়ে দেন ভূপিন্দর সিং। তারা একসঙ্গে বেশকিছু গজলের অ্যালবাম বের করেছেন। একসঙ্গেই কনসার্ট করতেন এই তারকা দম্পতি।

ভূপিন্দর সিং

ভূপিন্দর সিং (ছবি: টুইটার)

১৯৭৭ সালে ‘ঘারোন্দা’ ছবিতে জয়দেবের সুরে ‘দো দিওয়ানে শেহের মে’ গানটি ভূপিন্দর সিংয়ের সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই স্মৃতিচারণ করেছেন।

ভূপিন্দর সিংয়ের গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে শচীন দেব বর্মণের সুরে লতা মঙ্গেশকরের সঙ্গে ‘হোটো পে অ্যায়সি বাত ম্যায়’ (জুয়েল থিফ, ১৯৬৭), রাহুল দেব বর্মণের সুরে ‘নাম গুম জায়েগা’ (কিনারা, ১৯৭৭), ‘হুজুর ইস কাদার ভি না ইতরা কে চালিয়ে’ (মাসুম, ১৯৮৩) এবং লতা মঙ্গেশকরের সঙ্গে ‘থোড়ি সি জমিন থোড়া আসমান’ (সিতারা, ১৯৮০), বাপ্পি লাহিড়ীর সুরে আশা ভোঁসলের সঙ্গে ‘কিসি নজর কো তেরা ইনতেজার আজ ভি হ্যায়’ (এইতবার, ১৯৮৫), মদন মোহনের সুরে ‘দিল ধুন্ডতা হ্যায়’ (মৌসম, ১৯৭৫)।

ভূপিন্দর সিং

ভূপিন্দর সিং (ছবি: টুইটার)

গিটারবাদক হিসেবে আরডি বর্মণের সুর করা অনেক জনপ্রিয় গানে কাজ করেছেন ভূপিন্দর। এরমধ্যে উল্লেখযোগ্য ‘দম মারো দম’, ‘চুরালিয়া হ্যায়’, ‘মেহবুবা ও মেহবুবা’ ইত্যাদি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ