ছবিঘর
ভেনিসের পয়লা দিনে মনিকা বেলুচ্চির জৌলুস
৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পয়লা দিনেই জৌলুস ছড়ালেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। গতকাল (২৮ আগস্ট) দিনভর উৎসবে নিজের নতুন সিনেমা ‘বিটলজুস বিটলজুস’-এর প্রচারণায় সংবাদ সম্মেলন, ফটোকল ও লালগালিচায় দেখা দিয়েছেন ৫৯ বছর বয়সী এই তারকা।

ভেনিসের লালগালিচায় মনিকা বেলুচ্চি।

ভৌতিক-কমেডি সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ পরিচালনা করেছেন টিম বার্টন। ৬৬ বছর বয়সী এই আমেরিকান পরিচালকের সঙ্গে লালগালিচায় মনিকা বেলুচ্চি। বাস্তবে তারা দুই বছর ধরে প্রেম করছেন।

ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দে থিয়েটারে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা ‘বিটলজুস বিটলজুস’। এতে আত্মাচোষা ডেলোরেস চরিত্রে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি।

ভেনিসের ওয়াটার ট্যাক্সিতে চারবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেতা উইলেম ড্যাফোর সঙ্গে মনিকা বেলুচ্চি।

বয়সের কোটা ষাট ছুঁই ছুঁই করলেও মনিকা বেলুচ্চির সৌন্দর্য কমেনি!

আলোকচিত্রীদের দিকে চুম্বন উড়িয়ে দিয়েছেন মনিকা বেলুচ্চি!

ভেনিসের ফটোকলে মনিকা বেলুচ্চি।

ফটোকলে মনিকা বেলুচ্চি।

এবারের আসরের অফিসিয়াল পোস্টারের সামনে মনিকা বেলুচ্চি।

‘বিটলজুস বিটলজুস’ সিনেমার সংবাদ সম্মেলনে মনিকা বেলুচ্চি।

সংবাদ সম্মেলনে কথা বলছেন মনিকা বেলুচ্চি। পাশে আমেরিকান অভিনেতা উইলেম ড্যাফো।

সংবাদ সম্মেলনে মনিকা বেলুচ্চি।

ভেনিসে টিম বার্টনের সঙ্গে মনিকা বেলুচ্চি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস