Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

৭৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কেট ব্ল্যানচেট

কেট ব্ল্যানচেট (ছবি: ইনস্টাগ্রাম)

৭৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতলো যুক্তরাষ্ট্রের লরা পয়েট্রাস পরিচালিত ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’। শনিবার (১০ সেপ্টেম্বর) ইতালির লিদো শহরের পালাৎসো দেল সিনেমায় এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। 

ভেনিসের ইতিহাসে দ্বিতীয়বার কোনো ডকুমেন্টারি গোল্ডেন লায়ন পেলো। আর এ নিয়ে টানা তৃতীয়বার নারী পরিচালকের হাতে উঠলো সম্মানটি।

লরা পয়েট্রাস

লরা পয়েট্রাস (ছবি: ইনস্টাগ্রাম)

একনজরে বিজয়ী তালিকা
প্রতিযোগিতা শাখা
গোল্ডেন লায়ন: অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড (লরা পয়েট্রাস)
গ্র্যান্ড জুরি প্রাইজ: সেন্ট ওমের (অ্যালিস ডিওপ)
সেরা পরিচালক: লুকা গুয়াদানিনো (বোনস অ্যান্ড অল)
স্পেশাল জুরি প্রাইজ: নো বেয়ারস (জাফর পানাহি)
সেরা চিত্রনাট্যকার: মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট (টার)
সেরা অভিনেতা: কলিন ফেরেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা নবীন অভিনেত্রী: টেলর রাসেল (বোনস অ্যান্ড অল)
আজীবন সম্মাননা: ক্যাথেরিন দ্যুনভ এবং পল শ্রেডার

অ্যালিস ডিওপ

অ্যালিস ডিওপ (ছবি: ইনস্টাগ্রাম)

হরাইজনস শাখা
সেরা সিনেমা: ওয়ার্ল্ড ওয়ার থ্রি (হুমান সাইয়েদি)
সেরা পরিচালক: টিৎসা কোভি ও রাইনার ফ্রিমেল (ভেরা)
স্পেশাল জুরি প্রাইজ: ব্রেড অ্যান্ড সল্ট (দামিয়ান কসুর)
সেরা অভিনেত্রী: ভেরা জেমা (ভেরা)
সেরা অভিনেতা: মোহসেন তানাবান্দেহ (ওয়ার্ল্ড ওয়ার থ্রি)
সেরা চিত্রনাট্য: ব্ল্যানকিতা (ফের্নান্দো গুৎসনি)
সেরা শর্ট ফিল্ম: স্নো ইন সেপ্টেম্বর (লাওদুবাম প্রোভোশিশ)

টেলর রাসেল

টেলর রাসেল (ছবি: ইনস্টাগ্রাম)

লায়ন অব দ্য ফিউচার
সেরা নতুন পরিচালক: অ্যালিস ডিওপ (সেন্ট ওমের)

লুকা গুয়াদানিনো

লুকা গুয়াদানিনো (ছবি: ইনস্টাগ্রাম)

হরাইজনস এক্সট্রা
অডিয়েন্স অ্যাওয়ার্ড: নিজুহ (সুদাদ কাদান)

মার্টিন ম্যাকডোনা

মার্টিন ম্যাকডোনা (ছবি: ইনস্টাগ্রাম)

ভেনিস ক্ল্যাসিকস
সিনেমার সেরা প্রামাণ্যচিত্র: ফ্র্যাগমেন্টস অব প্যারাডাইজ (কে.ডি. ডেভিসন)
সেরা পুনরুদ্ধার করা সিনেমা: ব্র্যান্ডেড টু কিল (সেজুন সুজুকি)

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল

জাফর পানাহির পুরস্কার গ্রহণ করেন অভিনয়শিল্পী মিনা কাভানি ও রেজা হায়দারি (ছবি: ইনস্টাগ্রাম)

ভেনিস ইমারসিভ
সেরা ইমারসিভ এক্সপেরিয়েন্স: দ্য ম্যান হু কুড নট লিভ (চেন সিংগিং)
গ্র্যান্ড জুরি প্রাইজ: ফ্রম দ্য মেইন স্কয়ার (পেদ্রো আরেস)
স্পেশাল জুরি প্রাইজ: এগস্কেপ (জার্মান হেলার)

ভেনিস ডেজ
সিনেমা অব দ্য ফিউচার অ্যাওয়ার্ড: দ্য মেইডেন (গ্রাহাম ফয়)
ডিরেক্টর’স অ্যাওয়ার্ড: উলফ অ্যান্ড ডগ (ক্লদিয়া বারেজো)
পিপল’স চয়েস অ্যাওয়ার্ড: ব্লু জিন (জর্জিয়া ওকলে)

ক্রিটিকস উইক
গ্র্যান্ড প্রাইজ: আইসমায়ার (ডেভিড ওয়াগনার)
স্পেশাল মেনশন: আনহেল সিক্সটি নাইন (থিও মনটয়া)
অডিয়েন্স অ্যাওয়ার্ড: মারজিনি (নিকোলো ফালসেত্তি)
ভেরোনা ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড: আনহেল সিক্সটি নাইন (থিও মনটয়া)
সেরা টেকনিক্যাল কন্ট্রিবিউশন: আনহেল সিক্সটি নাইন (থিও মনটয়া)
সেরা শর্ট ফিল্ম: পুইয়ে (লরেনজো ফাবরো ও ব্রন্টি স্টাল)
সেরা পরিচালক (শর্ট ফিল্ম): মারিয়া গুইদনে (আলবার্টিন হোয়্যার আর ইউ?)
সেরা টেকনিক্যাল কন্ট্রিবিউশন (শর্ট ফিল্ম): রেজিনেত্তা (ফেদেরিকো রুসত্তো)

সিনেমাওয়ালা প্রচ্ছদ