Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল কেন গুরুত্বপূর্ণ, স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে ২৩ সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার

বিশ্বের প্রাচীনতম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আবার। এর ৮০তম আসরের পর্দা উঠবে আজ (৩০ আগস্ট)। এবারের উদ্বোধনী সিনেমা ইতালির এদোয়ার্দো দে আঞ্জেলিস পরিচালিত ‘কমানদান্তে’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এটি। এর গল্পে দেখা যাবে, ইতালির সাবমেরিন কমানদান্তে কাপেল্লিনি আটলান্টিক মহাসাগরে বেলজিয়ান জাহাজ কাবালোকে ডুবিয়ে দেয়। কিন্তু কাপেল্লিনির কমান্ডার সালভাতোরে তদারো আদেশ অমান্য করে কাবালোর ক্রুদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। 

আগামী ৯ সেপ্টেম্বর উৎসবটির পর্দা নামবে। সমাপনী আয়োজন থাকছে নেটফ্লিক্সের স্প্যানিশ ভাষার সিনেমা ‘সোসাইটি অব দ্য স্নো’। এর বিষয়বস্তু ১৯৭২ সালের ১৩ অক্টোবর আন্দিজ পর্বতমালায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা। একটি রাগবি দল এবং তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে উরুগুয়ে বিমানবাহিনীর চার্টার্ড উড়োজাহাজটি উরুগুয়ে থেকে চিলি যাচ্ছিলো। এর ২৯ জন যাত্রী দুর্ঘটনার দিন নিহত হন। পরে তুষারে আটকা পড়ে তিন সপ্তাহ পর আরো ১৩ জন প্রাণ হারান। তবে বেঁচে যান ১৬ জন। তারা ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১৬ যাত্রী ৭২ দিন দুর্গম পাহাড়ের খাঁজে আটকে ছিলেন। খাবার ও পানি না থাকায় তারা বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে মৃত সহযাত্রীদের মাংস আগুনে পুড়িয়ে খেয়েছেন। সেই ঘটনা পৃথিবী নাড়িয়ে দিয়েছিলো।

ইতালির লিদো দ্বীপে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের আমেজ (ছবি: টুইটার)

উৎসবটি কোথায় হয়
অ্যাড্রিয়াটিক সাগরের প্রবাল উপহ্রদ ভেনিস লেগুনের লিদো দ্বীপে হয়ে থাকে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। এটি ভেনিসের সৈকত হিসেবে পরিচিত। মূল শহর থেকে নৌকায় স্বল্প দূরত্বে অবস্থিত এটি। তবে ভেনিসে যেমন শুধু নৌপথে চলাচল করতে হয়, লিদো দ্বীপে গাড়ি নিয়ে যাতায়াত করা যায়।

ইতালির লিদো দ্বীপে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের আমেজ (ছবি: টুইটার)

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল কেন গুরুত্বপূর্ণ
হলিউডের প্রথম সারির পুরস্কারের মৌসুম মূলত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকেই শুরু হয়ে যায়। প্রায় প্রতি বছর এই উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা সিনেমা অস্কারের ফেভারিট কাতারে জায়গা করে নেয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে গত ১১ বার সেরা পরিচালক স্বীকৃতি পাওয়া আট জনের সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ভেনিসে। সেজন্য তামাম দুনিয়ার ফিল্ম প্রফেশনালরা এই আয়োজন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তারকা ও পরিচালকরা সাধারণত নিজেদের সিনেমার প্রচারণা চালাতে দ্বীপ শহর লিদো ভ্রমণ উপভোগ করেন। তবে এবারের আসরে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম জৌলুস থাকবে উৎসবে। কারণ হলিউডে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘট চলছে। তাই অনেক তারকা ভেনিসে নিজেদের সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে থাকতে পারছেন না।

‘পুয়োর থিংস’ সিনেমার দৃশ্যে এমা স্টোন ও মার্ক রাফেলো (ছবি: সার্চলাইট পিকচার্স)

স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে ২৩ সিনেমা
৮০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ২৩টি সিনেমা। এগুলো কাঙ্ক্ষিত স্বর্ণসিংহ পুরস্কারের জন্য লড়বে। এছাড়া অফিসিয়াল সিলেকশনে আছে আরো কয়েকটি শাখা। মূল প্রতিযোগিতায় নির্বাচিত সিনেমার তালিকা দেখে নিন:

** কমানদান্তে
পরিচালক: এদোয়ার্দো দে আঞ্জেলিস (ইতালি)

** দ্য কাউন্ট
পরিচালক: পাবলো লারাইন (চিলি)

** ডগম্যান
পরিচালক: লুক বেসোঁ (ফ্রান্স)

** ফেরারি
পরিচালক: মাইকেল মান (যুক্তরাষ্ট্র)

** দ্য প্রমিসড ল্যান্ড
পরিচালক: নিকোলাই আরসেল (ডেনমার্ক)

** পুয়োর থিংস
পরিচালক: ইয়োর্গোস লানতিমোস, গ্রিস

** ফাইনালি ডন
পরিচালক: সাভেরিও কোসতানসো

** মায়েস্ত্রো
পরিচালক: ব্র্যাডলি কুপার, যুক্তরাষ্ট্র

** স্লোলি
পরিচালক: স্তেফানো সল্লিমা

** দ্য থিওরি অব এভরিথিং
পরিচালক: টিম ক্রোগার (জার্মানি)

** দ্য কিলার
পরিচালক: ডেভিড ফিঞ্চার (যুক্তরাষ্ট্র)

** দ্য বিস্ট
পরিচালক: বেরত্রোঁ বোনেলো (ফ্রান্স)

** এভিল ডাজ নট এক্সিস্ট
পরিচালক: রিয়ুসুকে হামাগুচি (জাপান)

** প্রিসিলা
পরিচালক: সোফিয়া কপোলা (যুক্তরাষ্ট্র)

** গ্রিন বর্ডার
পরিচালক: আগনিয়েস্কা হলান্ড (পোল্যান্ড)

** এনেয়া
পরিচালক: পিয়েত্রো কাস্তেলিত্তো

** অরিজিন
পরিচালক: অ্যাভা ডুভারনে (যুক্তরাষ্ট্র)

** মি ক্যাপ্টেন
পরিচালক: মাত্তেও গারোনে (ইতালি)

** লুবো
পরিচালক: জর্জো দিরিত্তি

** হলি
পরিচালক: ফিন ত্রোখঁ (বেলজিয়াম)

** ওম্যান অব
পরিচালক: মালগোজাতা সুমোস্কা, মিহাল এঙ্গলের্ত (পোল্যান্ড)

** মেমোরি
পরিচালক: মিচেল ফ্রাঙ্কো (মেক্সিকো)

** আউট অব সিজন
পরিচালক: স্তেফান ব্রিজে (ফ্রান্স)

‘কুঁ দ্যঁ শঁস’ সিনেমার দৃশ্যে ফরাসি অভিনেত্রী লু দ্যু লাজ (ছবি: মেট্রোপলিটন ফিল্ম এক্সপোর্ট)

প্রতিযোগিতার বাইরে
অন্যান্য উৎসবের মতো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার বাইরে থাকছে আকর্ষণীয় কিছু সিনেমা। এবারের আসরে এরমধ্যে অন্যতম সদ্যপ্রয়াত আমেরিকান নির্মাতা উইলিয়াম ফ্রিডকেনের ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’, উডি অ্যালেনের প্রথম ফরাসি ভাষার সিনেমা ‘কুঁ দ্যঁ শঁস’, রোমান পোলানস্কির ‘দ্য প্যালেস’, ব্রিটিশ কথাসাহিত্যিক রোল্ড ডালের ছোটগল্প অবলম্বনে ওয়েস অ্যান্ডারসনের শর্টফিল্ম ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’, র‌্যাপার ট্রাভিস স্কট অভিনীত হারমোনি কোরিনের ‘অ্যাগ্রো ড্রিফট’।

ক্যাতেরিনা মুরিনো (ছবি: টুইটার)

সঞ্চালনা ও আজীবন সম্মাননা
৮০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে সঞ্চালক হিসেবে থাকবেন ইতালিয়ান অভিনেত্রী ক্যাতেরিনা মুরিনো। জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়েল’ তার বিখ্যাত সিনেমা।

এবারের আসরে আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ দেওয়া হবে ইতালির নারী পরিচালক লিলিয়ানা কাভানি এবং হংকংয়ের অভিনেতা টনি লিয়াংকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ