Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠছে আজ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘বিটলজুস বিটলজুস’ সিনেমায় মাইকেল কিটন (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হলো সিনেমা নিয়ে বিশ্বের প্রাচীনতম উৎসব। এর ৮১তম আসরের পর্দা উঠবে আজ (২৮ আগস্ট)। ভেনিস উৎসব এবং এবারের আসরের অফিসিয়াল সিলেকশনের কিছু তথ্য রইলো।

উদ্বোধনী সিনেমা
৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা আমেরিকার টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’। ভৌতিক-কমেডি ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন মাইকেল কিটন, উইনোনা রাইডার, মনিকা বেলুচ্চি, টিল্ডা সুইনটন, জেনা ওর্তেগা।

সমাপনী সিনেমা
আগামী ৭ সেপ্টেম্বর এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামবে। সমাপনী সিনেমা হিসেবে দেখানো হবে ইতালির পুপি আভাতি পরিচালিত ‘দ্য আমেরিকান ব্যাকইয়ার্ড’। ভৌতিক-কমেডি ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন মাইকেল কিটন, উইনোনা রাইডার, মনিকা বেলুচ্চি, টিল্ডা সুইনটন, জেনা ওর্তেগা।

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাক্রেডিটেশন ব্যাজ বিতরণ কর্নার (ছবি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল)

উৎসবের ভেন্যু
ইতালির উত্তরে অ্যাড্রিয়াটিক সাগরের প্রবাল উপহ্রদ ভেনিস লেগুন ঘেঁষে অবস্থিত লিদো দ্বীপে হয়ে থাকে উৎসবটি। এটি ভেনিসের সৈকত হিসেবে পরিচিত। ভেনিসের মূল শহর থেকে নৌকায় স্বল্প দূরত্বে অবস্থিত এটি। ভেনিসে শুধু নৌপথে চলাচল করতে হয়, লিদো দ্বীপে গাড়ি নিয়ে যাতায়াত করা যায়।

এজভেভা আলভিতি ও ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আলবের্তো বারবেরা (ছবি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল)

ভেনিস উৎসব কেন গুরুত্বপূর্ণ
হলিউডের পুরস্কার মৌসুম মূলত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে শুরু হয়। প্রায় প্রতি বছর উৎসবটির অফিসিয়াল সিলেকশনে থাকা সিনেমা অস্কারের বিভিন্ন শাখায় ফেভারিট থাকে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে গত ১২ বার সেরা পরিচালক স্বীকৃতি পাওয়া আট জনের সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ভেনিসে। গত সাতটি স্বর্ণসিংহ জয়ী সিনেমার মধ্যে পাঁচটি সিনেমা অস্কারে সেরা ফিল্মের মনোনয়ন পেয়েছে।

ভেনিসের গত আসরে উদ্বোধনী প্রদর্শনী হওয়া সাতটি সিনেমা অস্কারে মোট ২৪টি মনোনয়ন পেয়েছে। এরমধ্যে ‘পুয়োর থিংস’ চারটি শাখায় অস্কার জিতেছে। এতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন এমা স্টোন। গতবার মূল প্রতিযোগিতায় থাকা ব্র্যাডলি কুপারের ‘মায়েস্ট্রো’ অস্কারে সেরা ফিল্ম হিসেবে মনোনীত হয়। এছাড়া ৮০তম ভেনিস উৎসবে প্রদর্শিত ‘প্রিসিলা’, ‘সোসাইটি অব দ্য স্নো’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’, ‘এল কন্দে’ অস্কারে বিভিন্ন শাখায় মনোনয়ন পেয়েছে। সেজন্য তামাম দুনিয়ার ফিল্ম প্রফেশনালরা এই আয়োজন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তারকা ও পরিচালকরা সাধারণত নিজেদের সিনেমার প্রচারণা চালাতে দ্বীপ শহর লিদো ভ্রমণ উপভোগ করেন। আগের আসরে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম জৌলুস ছিলো উৎসবে। কারণ হলিউডে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘট চলাকালে অনেক তারকা ভেনিসে নিজেদের সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে থাকতে পারেননি।

‘জোকার: ফোলি আ দোঁ’ সিনেমায় লেডি গাগা ও ওয়াকিন ফিনিক্স (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে ২১ সিনেমা
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে রয়েছে কয়েকটি শাখা। এরমধ্যে মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২১টি সিনেমা উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জয়ের জন্য লড়বে। ৮১তম আসরে প্রধান বিচারকের আসনে বসবেন ইজাবেল উপার। ৭১ বছর বয়সী এই ফরাসি অভিনেত্রীর নেতৃত্বে বিচারক প্যানেলে থাকছেন চীনা অভিনেত্রী জ্যাং জিয়ি, আমেরিকান পরিচালক জেমস গ্রে, ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ, পোলিশ পরিচালক আগনিয়েস্কা হলান্ড, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলু, মরিটানিয়ান পরিচালক আবদের রহমান সিসাকো, ইতালিয়ান পরিচালক জিউসেপ্পে তোরনাতোরে ও জার্মান পরিচালক ইউলিয়া ফন হাইঞ্জ।

‘মারিয়া’ সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ফ্রিম্যান্টল)

মূল প্রতিযোগিতায় নির্বাচিত সিনেমার তালিকা
* মারিয়া (পাবলো লারাইন, চিলি)
* কিল দ্য জকি (লুইস অর্তেগা, আর্জেন্টিনা)
* বেবিগার্ল (হালিনা রাইন, নেদারল্যান্ডস)
* থ্রি ফ্রেন্ডস (এমানুয়েল মুরে, ফ্রান্স)
* দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বেট, যুক্তরাষ্ট্র)
* অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম (জোরান ও লুদোভিক বুকের্মা, ফ্রান্স)
* ব্যাটেলগ্রাউন্ড (জিয়ান্নি আমেলিয়ো, ইতালি)
* দ্য অর্ডার (জাস্টিন কার্জেল, অস্ট্রেলিয়া)
* আই’ম স্টিল হিয়ার (ওয়াল্টার সালেস, ব্রাজিল)
* ভেরমিলিয়ো (মাউরা দেলপেরো, ইতালি)
* দ্য রুম নেক্সট ডোর (পেদ্রো আলমোদোভার, স্পেন)
* কুইয়ার (লুকা গুয়াদানিনো, ইতালি)
* হারভেস্ট (আথিনা র‌্যাচেল সাংগারি, গ্রিস)
* জোকার: ফোলি আ দোঁ (টড ফিলিপস, যুক্তরাষ্ট্র)
* দিভা ফুতুরা (জিউলিয়া লুইস স্টাইগারওয়াল্ট, ইতালি)
* দ্য কোয়ায়েট সান (দেলফিন ও মুরিয়েল কুলাঁ, ফ্রান্স)
* সিসিলিয়ান লেটারস (ফাবিও গ্রাসাদোনিয়া ও আন্তোনিও পিয়াৎসা, ইতালি)
* স্ট্রেঞ্জার আইস (সিউ হুয়া ইয়েয়ো, সিঙ্গাপুর)
* লাভ (দগ ইয়োহান হাউগেরু, নরওয়ে)
* এপ্রিল (ডেয়া কলামবেগাশভিলি, জর্জিয়া)
* ইয়ুথ – হোমকামিং (ওয়াং বিং, চীন)

‘উলফস’ সিনেমায় ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি (ছবি: কলাম্বিয়া পিকচার্স)

প্রতিযোগিতার বাইরের আকর্ষণ
অন্যান্য উৎসবের মতোই ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় আকর্ষণীয় কিছু সিনেমা। এবারের আসরে ‘বিটলজুস বিটলজুস’ ছাড়া থাকছে যুক্তরাষ্ট্রের জন ওয়াটস পরিচালিত ‘উলফস’, কেভিন কস্টনারের ‘হরাইজন: অ্যান আমেরিকান সাগা—চ্যাপ্টার টু’. বর্ষীয়ান ফরাসি নির্মাতা ক্লদ ল্যুলুশ পরিচালিত ‘ফাইনালি’, জাপানের তাকেশি কিতানো পরিচালিত ‘ব্রোকেন রেজ’। প্রতিযোগিতার বাইরে রয়েছে মুক্তি প্রতীক্ষিত চারটি টিভি সিরিজ। এরমধ্যে অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলফনসো কোয়ারনের মনস্তাত্বিক থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘ডিসক্লেইমার’-এর সাত পর্বের প্রদর্শনী হবে উৎসবে। এতে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান তারকা কেট ব্ল্যানচেট ও কেভিন ক্লাইন। অ্যাপল টিভি প্লাসে আগামী অক্টোবরে এটি মুক্তি পাবে।

এজভেভা আলভিতি (ছবি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল)

সঞ্চালনা ও আজীবন সম্মাননা
ভেনিস উৎসবের এবারের আসরে উদ্বোধনী ও সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি। আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাবেন তিনবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়্যার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ