Connect with us

সিনেমা হল

ভৌতিক সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে রাসেল ক্রো

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

“দ্য পোপ’স এক্সরসিস্ট” সিনেমায় রাসেল ক্রো (ছবি: সনি পিকচার্স)

অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো’র ছবি মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা ও কৌতূহল। ৫৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা এবার নিয়ে আসছেন অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা “দ্য পোপ’স এক্সরসিস্ট”। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। বিশ্বের অন্যান্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা।

জুলিয়াস অ্যাভেরি পরিচালিত “দ্য পোপ’স এক্সরসিস্ট”-এ ফাদার গ্যাব্রিয়েল অ্যামর্থ চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রো। ইতালির একটি ক্যাথলিক গির্জায় এই নামে একজন বাস্তবে ছিলেন। তার লেখা ‘অ্যান এক্সরসিস্ট টেলস হিজ স্টোরি অ্যান্ড অ্যান এক্সরসিস্ট: মোর স্টোরিস’ গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।

“দ্য পোপ’স এক্সরসিস্ট” সিনেমায় রাসেল ক্রো (ছবি: সনি পিকচার্স)

গল্পে দেখা যাবে, পোপের দেওয়া ভ্যাটিকানের প্রধান এক্সরসিস্ট উপাধি ধরে রেখেছে ফাদার গ্যাব্রিয়েল অ্যামর্থ। একটি পরিবারকে সাহায্য করতে চূড়ান্ত মিশনের মুখোমুখি হয় সে, যাদের অল্পবয়সী ছেলেকে ঘিরে রেখেছে একটি রাক্ষস। যদিও অনেক ধর্মীয় সহকর্মী তার অনুশীলনকে প্রত্যাখ্যান করে। এরমধ্যে ফাদার আবিষ্কার করে, ক্যাথলিক গির্জায় একটি অশুভ পৈশাচিক সত্তার উপস্থিতি ধামাচাপা দিতে দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র চলছে।

“দ্য পোপ’স এক্সরসিস্ট” সিনেমায় রাসেল ক্রো (ছবি: সনি পিকচার্স)

১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে বাজেটে নির্মিত “দ্য পোপ’স এক্সরসিস্ট” পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৩ মিনিট।

২০০১ সালে ‘গ্লাডিয়েটর’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা অভিনেতা শাখায় অস্কার জেতেন রাসেল ক্রো। তার বক্স অফিস কাঁপানো কাজের তালিকায় উল্লেখযোগ্য ‘অ্যা বিউটিফুল মাইন্ড’, ‘৩:১০ টু ইউমা’, ‘লা মিজারেবল’, ‘দ্য ইনসাইডার’, ‘ম্যান অব স্টিল’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ