সিনেমা হল
ভৌতিক সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে রাসেল ক্রো
অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো’র ছবি মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা ও কৌতূহল। ৫৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা এবার নিয়ে আসছেন অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা “দ্য পোপ’স এক্সরসিস্ট”। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। বিশ্বের অন্যান্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা।
জুলিয়াস অ্যাভেরি পরিচালিত “দ্য পোপ’স এক্সরসিস্ট”-এ ফাদার গ্যাব্রিয়েল অ্যামর্থ চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রো। ইতালির একটি ক্যাথলিক গির্জায় এই নামে একজন বাস্তবে ছিলেন। তার লেখা ‘অ্যান এক্সরসিস্ট টেলস হিজ স্টোরি অ্যান্ড অ্যান এক্সরসিস্ট: মোর স্টোরিস’ গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।
গল্পে দেখা যাবে, পোপের দেওয়া ভ্যাটিকানের প্রধান এক্সরসিস্ট উপাধি ধরে রেখেছে ফাদার গ্যাব্রিয়েল অ্যামর্থ। একটি পরিবারকে সাহায্য করতে চূড়ান্ত মিশনের মুখোমুখি হয় সে, যাদের অল্পবয়সী ছেলেকে ঘিরে রেখেছে একটি রাক্ষস। যদিও অনেক ধর্মীয় সহকর্মী তার অনুশীলনকে প্রত্যাখ্যান করে। এরমধ্যে ফাদার আবিষ্কার করে, ক্যাথলিক গির্জায় একটি অশুভ পৈশাচিক সত্তার উপস্থিতি ধামাচাপা দিতে দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র চলছে।
১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে বাজেটে নির্মিত “দ্য পোপ’স এক্সরসিস্ট” পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৩ মিনিট।
২০০১ সালে ‘গ্লাডিয়েটর’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা অভিনেতা শাখায় অস্কার জেতেন রাসেল ক্রো। তার বক্স অফিস কাঁপানো কাজের তালিকায় উল্লেখযোগ্য ‘অ্যা বিউটিফুল মাইন্ড’, ‘৩:১০ টু ইউমা’, ‘লা মিজারেবল’, ‘দ্য ইনসাইডার’, ‘ম্যান অব স্টিল’।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস