Connect with us

শুভেচ্ছা

মসজিদে বিয়ে, ছবিতে ছবিতে বরের সঙ্গে প্রিয়ন্তী উর্বীর মিষ্টি মুহূর্ত

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

গত ২৭ ডিসেম্বর ঢাকার গুলশানে অবস্থিত আজাদ মসজিদে প্রিয়ন্তী ও সালমান আহমেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তখন ছিলেন দুই পরিবারের সদস্যরা। (ছবি: ওয়েডিং ডায়েরি)

সামাজিক মাধ্যমে সুখবর জানিয়েছেন প্রিয়ন্তী উর্বী নিজেই। বিয়ের পর আজাদ মসজিদের সামনে বরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

করোনার পর ২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এই তরুণী। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান তিনি।

ওটিটিতে প্রিয়ন্তী উর্বীর কাজের তালিকায় রয়েছে ওয়েব ফিল্ম ‘এই মুহূর্ত’র ‘কোথায় পালাবে বলো রূপবান’, ‘ক্যাফে ডিজায়ার’, ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’, ‘কালপুরুষ’।

চলতি বছর জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন প্রিয়ন্তী উর্বী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ