বিশ্বসংগীত
মহাকাশে ঘুরে এলেন গায়িকা কেটি পেরি

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর কেটি পেরি (ছবি: ব্লু অরিজিন)
পপ তারকা কেটি পেরি ও বিভিন্ন অঙ্গনের পাঁচ জন নারী একসঙ্গে মহাকাশে যাত্রা করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। ৬০ বছরেরও বেশি সময় পর শুধুই নারীদের মহাকাশযাত্রার যুগান্তকারী মাইলফলক এটি।
ওয়েস্ট টেক্সাস থেকে স্থানীয় সময় ১৪ এপ্রিল সকাল ৯টা ৩১ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রকেট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা কার্মান লাইন পেরিয়ে প্রায় ১১ মিনিট মহাকাশে থাকাকালে সংক্ষিপ্ত সময়ের জন্য ওজনহীন হয়ে শূন্যে ভেসেছিলেন কেটি পেরিসহ অন্যরা।
আমেরিকান বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রযুক্তি সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড (এনএস-৩১) রকেটে চড়ে মহাকাশে গিয়েছিলেন কেটি পেরি। তার সঙ্গে ছিলেন টিভি উপস্থাপক-সাংবাদিক গেইল কিং, মানবাধিকারকর্মী আমান্ডা নুয়েন, নাসার সাবেক বিজ্ঞানী আয়শা বোয়ি, সিনেমা প্রযোজক কেরিয়ান ফ্লিন ও জেফ বেজোসের বাগদত্তা, সাংবাদিক-লেখক লরেন সানচেজ। তাদের মধ্যে আয়শা বোয়ি প্রথম বাহামিয়ান নারী হিসেবে মহাকাশে যাওয়ার ইতিহাস গড়েছেন।

(বাঁ থেকে) লরেন সানচেজ, কেটি পেরি, আয়শা বোয়ি, কেরিয়ান ফ্লিন, গেইল কিং ও আমান্ডা নুয়েন (ছবি: ব্লু অরিজিন)
কেটি পেরি মহাকাশযাত্রায় থাকাকালে আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী লুই আর্মস্ট্রংয়ের ধ্রুপদি গান ‘হোয়াট অ্যা ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ পরিবেশন করেন। তিনি একটি ডেইজি ফুল নিয়ে গিয়েছিলেন। তার মেয়ের নাম ডেইজি। কেটি পেরির বিশ্বাস ছিলো, একটি ফুলেই মানুষ পৃথিবীর সৌন্দর্য বুঝতে পারবে।পৃথিবীতে অবতরণের পর মহাকাশযান থেকে বেরিয়ে মাটিতে চুম্বন করেন ৪০ বছর বয়সী এই গায়িকা।

মহকাশে ডেইজি ফুল হাতে কেটি পেরি (ছবি: ব্লু অরিজিন)
এ নিয়ে ব্লু অরিজিনের ১১তম ও নিউ শেপার্ড প্রকল্পের ৩১তম মহাকাশযাত্রা সম্পন্ন হলো। এর অংশ হিসেবে এখন পর্যন্ত ৫২ জন মহাকাশ ভ্রমণ করেছেন। ব্লু অরিজিন মহাকাশ পর্যটন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
১৯৬৩ সালের ১৬ জুন প্রথম নারী হিসেবে মহাকাশে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের নভোচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা। প্রায় তিন দিন একাই শূন্যে ঘুরেছেন তিনি। এর ৬২ বছর পর ছয় নারী পৃথিবীর সীমা পেরিয়ে ইতিহাস রচনা করলেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস