Connect with us

টালিউড

মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় দর্শনা বণিক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দর্শনা বণিক (ছবি: ফেসবুক)

ওপার বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘সাড়ে চুয়াত্তর’-এর দুটি দৃশ্য রিমেক করা হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমায় দেখা যাবে এগুলো। এতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছেন দর্শনা বণিক। 

প্রয়াত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। এতে থাকছে ‘সাড়ে চুয়াত্তর’-এর জনপ্রিয় সংলাপ ‘মাসিমা, মালপো খামু’। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় থাকছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়। তিনিই দর্শনার সহশিল্পী। ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমার সেই দৃশ্যে উত্তম কুমার ছিলেন না। তাই রিমেকে তার উপস্থিতি নেই।

দর্শনা বণিক (ছবি: শুভদীপ সামন্ত)

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দর্শনা বলেন, “এমন একটি চরিত্রে অভিনয় করতে পারবো জেনে মন ভালো হয়ে গিয়েছিল। শুটিংয়ের আগে পরিচালকের পরামর্শে ‘সাড়ে চুয়াত্তর’ আবার দেখেছি।”

যদিও দর্শনার মনে হয়েছিলো, ‘কোথায় সুচিত্রা সেন, কোথায় আমি! চেহারায়ও কোনো মিল নেই। কী করে কী হবে বুঝতে পারছিলাম না।’

সুচিত্রা সেনের ভূমিকায় দর্শনা বণিক (ছবি: বুড়িমা চিত্রম)

রূপসজ্জাকর সোমনাথ কুণ্ডু শিফন শাড়ি, খোলা চুল ও মাথায় লেসের ফিতে দিয়ে দর্শনাকে করে তোলেন ‘সুচিত্রা সেন’। নতুন সিনেমাটি প্রযোজনা করেছেন সুমনকুমার দাস। সংগীত পরিচালনায় রাজা নারায়ণ দেব।

দর্শনা বণিককে সর্বশেষ শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘সূর্য’ সিনেমায় দেখা গেছে। এতে মেকআপ ছাড়াই অভিনয় করেছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ