Connect with us

টেলিভিশন

একুশে ফেব্রুয়ারির নাটক, সিনেমা ও শর্টফিল্ম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বাঙালির জাতির গৌরবময় দিন একুশে ফেব্রুয়ারি। প্রতিবছর এই দিনটি সারাবিশ্বে পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানসূচি সেজেছে বিশেষ আয়োজনে। 

‘ফাগুন হাওয়ায়’ সিনেমার দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

ফাগুন হাওয়ায়
তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ দেখানো হবে আজ (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা। টিটু রহমানের ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। সিনেমাটির গান ‘তোমাকে চাই’ লিখেছেন ও সুর করেছেন পিন্টু ঘোষ। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ।

বৈশাখী টেলিভিশনে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘আলোর মিছিল’। অভিনয়ে রাজ্জাক, ববিতা, রোজী সামাদ, ফারুক, খলিল।

‘শুভ সকাল’ শর্টফিল্মের দৃশ্য (ছবি: দীপ্ত টিভি)

শর্টফিল্ম ‘শুভ সকাল’
দীপ্ত টিভিতে আজ (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে থাকছে শর্টফিল্ম ‘শুভ সকাল’। ভাষা মানুষের যোগাযোগের মাধ্যম, কিন্তু ভাষার সঙ্গে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই যোগাযোগ ব্যবস্থা তৈরি হয় না। বিভিন্ন ভাষার সঙ্গে বিভিন্ন ধরনের মানুষকে ভালোবাসতে পারলেই মিটে যায় আমাদের অনেক সমস্যা। মূলত এমন একটি বিষয়কে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে এই শর্টফিল্ম। এটি রচনা করেছেন আহমেদ খান হীরক, পরিচালনায় মেহেদী হাসান সোমেন।

‘পরাণ পাখি’ নাটকের দৃশ্য (ছবি: বিটিভি)

পরাণ পাখি
বিটিভিতে আজ (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচার হবে নাটক ‘পরাণ পাখি’। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী। সাধনা আহমেদের রচনায় এটি প্রযোজনা করেছেন শরিফা আখ্তার রুবী।

গল্পে দেখা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের একদল শিক্ষার্থীর মধ্যে গভীর বন্ধুত্ব। তারা পথশিশুদের জন্য ‘পরাণ পাখি’ নামের একটি স্কুল খুলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা সবাই মিলে দেয়ালে-দেয়ালে ছবি আঁকে, গান গায় এবং বিভিন্ন খুনসুটি করে। শত বছরের পুরনো সাজে সজ্জিত কাঁধে একটি ঝোলা ব্যাগ নিয়ে এক রহস্যময় নারী তাদের কাজকর্ম দেখতে থাকেন এবং মাঝে মধ্যে তিনিও দু-একটি কথা বলেন, কিন্তু তাকে কেউ দেখতেও পায় না, শুনতেও পায় না। তিনি কে? কী তার রহস্য?

‘আমার বর্ণমালা’ নাটকে তারিক আনাম খান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

আমার বর্ণমালা
মাছরাঙা টেলিভিশনে আজ (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও মৌসুমী হামিদ।

একুশের দ্বীপ জ্বেলে
মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি থাকছে ‘একুশের দ্বীপ জ্বেলে’। অনুষ্ঠানে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ