Connect with us

সিনেমা হল

মানবজাতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই নিয়ে ‘দ্য ক্রিয়েটর’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দ্য ক্রিয়েটর’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। একসময় এটি মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিনা সেই বিষয়ে রীতিমতো বিতর্ক হচ্ছে। শঙ্কা রয়েছে, উন্নত এআই সিস্টেম ব্যাপক ক্ষতি করতে পারে। যেমন বিষাক্ত কোনো কিছু কিংবা ভাইরাস ছড়িয়ে দেওয়া অথবা মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করতে এর অপব্যবহার হতে পারে। এজন্য এআই নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আসতে শুরু করেছে।

মানবজাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শক্তির মধ্যে একটি ভবিষ্যত যুদ্ধকে কেন্দ্র করে ব্রিটিশ নির্মাতা গ্যারেথ এডওয়ার্ডস পরিচালনা করেছেন ‘দ্য ক্রিয়েটর’। আগামীকাল (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা।

‘দ্য ক্রিয়েটর’ সিনেমার দৃশ্যে জন ডেভিড ওয়াশিংটন (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘টেনেট’ তারকা জন ডেভিড ওয়াশিংটন। অন্যান্য চরিত্রে থাকছেন জেমা চ্যান, কেন ওয়াতানাবে, অস্কারজয়ী অভিনেত্রী অ্যালিসন জ্যানি, স্টারগিল সিম্পসন প্রমুখ। আবহ সংগীত সাজিয়েছেন হ্যান্স জিমার।

এআইকেন্দ্রিক বিষয়বস্তুর সুবাদে ইতোমধ্যে ‘দ্য ক্রিয়েটর’ আলোচনা সৃষ্টি করেছে। এর ট্রেলার দেখে সাধারণ দর্শকদের পাশাপাশি বোদ্ধারা ইতিবাচক মন্তব্য করেছেন। বৈজ্ঞানিক কল্পকাহিনি তথা সাই-ফাই দুনিয়ায় এটি ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা অনেকের।

সিনেমাওয়ালা প্রচ্ছদ