Connect with us

ছবিঘর

মালদ্বীপে মিমের সমুদ্রবিলাস

মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম মালদ্বীপে সমুদ্রবিলাসে মেতেছিলেন। অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যে ভালোবাসা দিবস উদযাপন করেছেন তিনি। মালদ্বীপে স্বামী সনি পোদ্দারের সঙ্গে দারুণ কিছু সময় কেটেছে তার। সেসব মুহূর্তে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিম।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

  • ওপরের ছবিগুলো কমলা রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে মিম লিখেছেন, ‘সাগরের তীর আমার আনন্দের জায়গা।’

  • ওপরের ছবিগুলো নীল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে মিম লিখেছেন, ‘আমার মন বালুকাবেলায় রেখে এসেছি।’

  • ওপরের ছবিগুলো শেয়ার করার জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে স্বামীর উদ্দেশে মিম লিখেছেন, ‘শুরু থেকেই তুমি আমার মন চুরি করেছো।’ দম্পতির ছবিগুলো তুলেছেন মং চেন।

  • চাঁদের আলোয় তোলা কয়েকটি ছবির সঙ্গে হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে মিম লিখেছেন, ‘চাঁদের সরলতা আমাদের মুগ্ধ করে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

  • ওপরের ছবিটি শেয়ার করে হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে মিম লিখেছেন, ‘মাঝে মধ্যে সবকিছু থেকে দূরে থাকতে প্রিয় জায়গা হিসেবে কেবল একটি সমুদ্র সৈকতই যথেষ্ট।’

  • ওপরের ছবিটি শেয়ার করে মিম লিখেছেন, ‘আমি আর সমুদ্র: প্রথম দর্শনেই ভালোবাসা।’
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ