Connect with us

গান বাজনা

মাশা ইসলামের কণ্ঠে শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাশা ইসলাম (ছবি: ফেসবুক)

কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেব বর্মণের কালজয়ী গান ‘রঙ্গিলা’ নতুন আঙ্গিকে তৈরি হলো। চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল আরীনের সংগীতায়োজনে এটি গেয়েছেন নতুন প্রজন্মের গায়িকা মাশা ইসলাম। লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে গতকাল (৬ জুন) সন্ধ্যায় উন্মুক্ত হয়েছে এই গান।

সংগীতশিল্পী পাভেল আরিনের গানের প্রকল্প লিভিং রুম সেশন। ‘রঙ্গিলা’ গানটি বাছাই প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় নানি বাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন একজন খেয়া মাঝির মুখে এই গান প্রথম শুনেছিলাম। সেই থেকে এটি গেঁথে যায় আমার মনে। পরবর্তী সময়ে জানতে পারি এই গান শচীন দেব বর্মণের অসামান্য সৃষ্টি।’

‘রঙ্গিলা’ গানে পাভেল আরীন ও মাশা ইসলাম (ছবি: মাশরুম এন্টারটেইনমেন্ট)

নতুন সংগীতায়োজনে গানটি সাজানো প্রসঙ্গে পাভেল আরীন যোগ করেন, “গানের বাণী ও গায়কীকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। মাশা ইসলাম যত্ন নিয়ে গানটির কাজ করেছেন। নতুন সাউন্ডে ‘রঙ্গিলা’ শুনতে শ্রোতাদের ভালো লাগবে আশা করি।”

মাশা ইসলাম (ছবি: ফেসবুক)

পাভেল আরীনের সংগীতায়োজনে লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতিকবি মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান। এগুলোর গায়কিতে দেশীয় সংগীতাঙ্গনের প্রখ্যাত ও নবীন শিল্পীদের সমন্বয় দেখা গেছে। গানগুলো গেয়েছেন মুজিব পরদেশী, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা।

লিভিং রুম সেশনের অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণে মারুফ রায়হান। পরিবেশনায় মাশরুম এন্টারটেইনমেন্ট।

সিনেমাওয়ালা প্রচ্ছদ