ঢালিউড
মাহি বনাম পূজা, সিনেমা হলে জমজমাট লড়াই
সিনেমা হলে আজ লড়াইয়ে নামলেন দুই চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পূজা চেরি। শুক্রবার (৭ অক্টোবর) ঢাকাসহ সারাদেশে মুক্তি পেলো মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ এবং পূজা অভিনীত ‘হৃদিতা’। দুটোই ২১টি করে সিনেমা হলে উপভোগ করা যাচ্ছে। সিনেমা হলের সংখ্যার দিক দিয়ে কারও সিনেমা এগিয়ে নেই। ফলে লড়াইটা বেশ জমজমাট হচ্ছে।
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে রুপালি পর্দায় এসেছেন মাহিয়া মাহি ও পূজা চেরি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে মাহির অভিষেক। মজার ব্যাপার হলো, এতে শিশুশিল্পী হিসেবে ছিলেন পূজা চেরি। মাহির আরও দুটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে দেখা গেছে পূজাকে। এগুলো হলো ‘তবুও ভালোবাসি’ (২০১৩) ও ‘অগ্নি’ (২০১৪)। একই দিনে তাদের সিনেমা মুক্তির ঘটনা ওই তিনবারই দেখা গেছে। এবার একই শুক্রবারে পৃথক সিনেমায় পাওয়া যাচ্ছে এই দুই তারকাকে।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। মজনু চরিত্রে আছেন আদর আজাদ। এতে মাহির বিপরীতে আরও আছেন শিপন মিত্র।
দি অভি কথাচিত্রের পরিবেশনায় ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), গীত (ধোলাইপাড়), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), নারায়ণগঞ্জের গুলশান এবং চাঁদমহল (কাঁচপুর), গাজীপুরের ঝুমুর (জয়দেবপুর), সাভারের চন্দ্রিমা (শ্রীপুর), চট্টগ্রামের সিলভার স্ক্রিন, মুন্সীগঞ্জের পান্না (মুক্তারপুর), বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, বরিশালের অভিরুচি, ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, খুলনার শঙ্খ এবং চিত্রালী, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, সিলেটের বিজিবি অডিটোরিয়াম, হবিগঞ্জের মোহন, শেরপুরের রূপকথা, কিশোরগঞ্জের আনন্দে (কুলিয়ারচর)।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, ফখরুল বাশার মাসুম, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা, রুবল লোদি, মিলি বাশার, লাবণ্য, মো. আব্দুল বাছেদ, আজিজ মণ্ডল ও মুহররম আলি। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।
‘যাও পাখি বলো তারে’ সিনেমার জন্য গান গেয়েছেন বেলাল খান, সায়েরা রেজা, বিন্দিয়া খান ও মোহাম্মদ জাশিউর রহমান সেতু। সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, জে কে মজলিশ ও রেজওয়ান শেখ। গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী।
আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে পূজাকে। তার বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন।
‘হৃদিতা’ মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ) ও সনি স্কয়ার (মিরপুর-১) শাখা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা, শ্যামলী, আনন্দ, সৈনিক ক্লাব, চিত্রামহল, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং নিউ মেট্রো, সাভারের সেনা অডিটোরিয়াম, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, বগুড়ার মম-ইন, যশোরের মণিহার, জয়দেবপুরের বর্ষা সিনেমা, খুলনার লিবার্টি সিনেমা, পাবনার রূপকথা, দিনাজপুরের মডার্ন সিনেমায়।
‘হৃদিতা’য় গান গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল ও অমিত-ঈশান। ‘ঠিকানাবিহীন তোমাকে’ এবং ‘শুধু একবার ছোব’ শিরোনামের গান দুটি লিখেছেন কবির বকুল।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস