Connect with us

স্টার জোন

মা হারালেন নির্মাতা রাজ, নরসিংদীতে চিরঘুমে শায়িত আফিয়া খাতুন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফিয়া খাতুনের সঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের মা আফিয়া খাতুন আর নেই। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, আফিয়া খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৩ ডিসেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।

মা হারানো রাজকে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।

আজ (৩০ ডিসেম্বর) জোহর নামাজের পর নরসিংদীর রায়পুরা থানার খলিলাবাদ গ্রামে রাজের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। নিজ গ্রামেই চিরঘুমে শায়িত হলেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ